ফাইল ছবি

নাম সৈয়দ মোঃ আলমগীর হলেও আলমগীর ওস্তাদ নামেই ফুটবলাঙ্গনে পরিচিত ছিলেন। ষাটোর্ধ্ব বয়সেও মাঠে ছুটতেন অবিরাম। ফুটবলার তৈরি ছিল তার নেশা ও শখ। শুধু ফুটবলারই নয়, তরুণ কোচদেরও গুরু তিনি।

সেই আলমগীর ওস্তাদ আর নেই। রোববার বিকালে গেন্ডারিয়ায় মিল ব্যারাকে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আলমগীর ওস্তাদের মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমেছে। 

কোচ কামাল বাবু বলেন, ‘আলমগীর ওস্তাদের মৃত্যুতে আমরা ব্যথিত। তিনি ফুটবলের নিবেদিত প্রাণ। দেশের ফুটবল তাকে মনে রাখবে।’

আলমগীর ওস্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রোববার বাদ এশা গেন্ডারিয়াতে তার জানাযা অনুষ্ঠিত হবে।
 
সত্তর দশকে প্রথম বিভাগ ফুটবলে বিভিন্ন ক্লাবে খেলেছিলেন। ১৯৭৩ সালে মারদেকা কাপে বাংলাদেশ দলে ছিলেন। অনাকাঙ্ক্ষিত কারণে দলের সঙ্গে শেষ পর্যন্ত মালয়েশিয়া সফরে যেতে পারেননি। 

এজেড/এমএইচ/এটি