ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে রোববার বসুন্ধরা কিংস ২-০ গোলে শেখ জামালকে হারিয়েছে। এই জয়ে গত আসরের চ্যাম্পিয়ন কিংসের শেষ চার নিশ্চিত হয়েছে। তবে শেখ জামালের প্রতিরোধের মুখে তাদের জয় খুব একটা সহজ হয়নি। 

ম্যাচের শুরু থেকেই সমান তালে খেলতে থাকে দু’দলই। তবে প্রথমে এগিয়ে যায় বসুন্ধরা কিংসই। ১০ মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। মাঝমাঠ থেকে বিশ্বনাথের বাড়ানো বল ডান পাশে খুঁজে নেয় ব্রাজিলিয়ান জোনাথন দ্য সিলভাকে। 

তার মাইনাস বক্সের মধ্যে অনেকটা অরক্ষিত অবস্থায় থাকা আর্জেন্টাইন বেসেরা বাঁ পায়ের আলতো টোকায় বল জালে জড়িয়ে যায়। উৎসবে মেতে উঠে বসুন্ধরার ফুটবলাররা।
 
এরপরই গোল শোধে মরিয়া হয়ে উঠে শেখ জামাল। ৪২ মিনিটে শেখ জামালের উজবেকিস্তানের মিডফিল্ডার ভালি জনভ ওটাবেকের নিখুঁত ফ্রি কিকে জাহিদের হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মিনিট খানেক পর নিশ্চিত সুযোগ নষ্ট করেন জামালের ওমর জোবে। 

অধিনায়ক সুলেমান কিংয়ের ডিফেন্স চেরা পাসে ওমর জোবেরের কাছে বল চলে যায়। কিংসের এক ডিফেন্ডারকে কাটান তিনি। ওমরের সামনে শুধু ছিলেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। কিন্তু জিকোকে পরাস্ত করতে গিয়ে বল পোস্টের ওপর দিয়ে মারেন ওমর। শিষ্যরা হতাশা বাড়িয়ে দেন কোচ শফিকুল ইসলাম মানিকের। 

তবে ম্যাচের অন্তিম সময়ে ব্যবধান দ্বিগুন করেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা। ৮৯ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়া জোনাথনকে বক্সের বাইরে এসে ফেলে দেন শেখ জামালের গোলকিপার মামুন খান। 

হলুদ কার্ড দেখার সঙ্গে ফ্রি কিক দেন রেফারি। সেটপিস থেকে ডান পায়ে রবসনের নিখুঁত ফ্রি কিকে বল চলে যায় জালে। বলের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় ছিল না শেখ জামালের গোলকিপার মামুন খানের। আর এই গোলেই নিশ্চিত হয়ে যায় বসুন্ধরার সেমি-ফাইনাল।

এজেড/এমএইচ