রক্ষণেই সফলতা দেখছেন অস্কার
বসুন্ধরা কিংস কোয়ার্টার ফাইনালের বাধা খুব সহজভাবে পার হতে পারেনি। শেখ জামালের বিরুদ্ধে বড় পরীক্ষার মধ্যেই পড়তে হয়েছে তাদের। শেষ পর্যন্ত অবশ্য ২-০ গোলে জয় পেয়ে তৃপ্তির ঢেকুরই তুলছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।
তিনি বলেন, ‘৯০ মিনিটের ম্যাচ শেষে আমরা জিতেছি এবং সেমিফাইনাল উঠেছি। এটাই বড় স্বার্থকতা। আমার দল অত্যন্ত ভারসাম্যপূর্ণ।’
বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা। আক্রমণভাগে দেশ ও বিদেশের অনেক বড় তারকাকেই দেখা গেছে দলটিতে। তবে অস্কার মনে করছেন ক্লাবের মূল শক্তি রক্ষণ।
বিজ্ঞাপন
সেমিফাইনাল নিশ্চিতের পর তিনি বলেন, ‘দলে আমার অন্যতম শক্তির জায়গা রক্ষণভাগ। জামাল ম্যাচের নিয়ন্ত্রণে কিছু সময়ের জন্য থাকলেও আমাদের রক্ষণভাগ ভাঙতে পারেনি।’
রক্ষণ ভাঙতে না পারার কারণেই দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছে বসুন্ধরা এমনটাই মনে করেন অস্কার,‘প্রতিপক্ষ গোল না পেলে সেক্ষেত্রে ভুলের সুযোগ থাকে। আমরা সেই ভুলটা কাজে লাগিয়েছি।’
বিজ্ঞাপন
বসুন্ধরার সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে সোমবার। ঢাকা আবাহনী ও উত্তর বারিধারার ম্যাচের জয়ী দল বসুন্ধরার বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে।
এজেড/ এমএইচ