বিজয় দিবস ভলিবলে থাকছেন নারীরাও
ছবি: সংগৃহীত
শনিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা। ১২-১৭ ডিসেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে পুরুষ ও নারী দুই বিভাগেই খেলা হবে। পুরুষ বিভাগে ক গ্রুপে লড়বে বি্যুত উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ আনসার, খ গ্রুপে তিন দল হচ্ছে বাংলাশে নৌবাহিনী, তিতাস ক্লাব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আর বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ জেল নিয়ে গ গ্রুপ।
তিন গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা রানার্স আপ নিয়ে হবে সেমিফাইনাল। অন্য দিকে নারী ইভেন্টে মাত্র তিন দল। বাংলাশে আনসার, বাংলাদেশ পুলিশ ও জামালপুর জেলা। তিন দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলা শেষে শীর্ষ পয়েন্ট ধারী দুই দল ফাইনাল খেলবে।
বিজ্ঞাপন
নারী দল সংখ্যা কম হওয়ার কারণ প্রসঙ্গে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন,‘ বিজয় দিবস ভলিবলে এবারই প্রথম মহিলা ইভেন্ট থাকছে। কোভিড না থাকলে হয়তো আরো দল থাকতো। এরপরও তিনটি দলের আন্তরিকতায় আমরা পুরুষের পাশাপাশি নারী ইভেন্টও রেখেছি। ’
টুর্নামেন্ট কমিটির সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল স্বাস্থ্যগত বিষয়ে আলোকপাত করেন,‘ আমরা অংশগ্রহণকারী সকল দলগুলোকে করোনা পরীক্ষা করাচ্ছি। নেগেটিভ রিপোর্ট পাওয়া খেলোয়াড়, কোচ, কর্মকর্তারাই মাঠে থাকতে পারবেন। ’
বিজ্ঞাপন
বিজয় দিবস টুর্নামেন্ট উপলক্ষ্যে কোনো স্পন্সর নেয়নি ফেডারেশন। নিজেদের তহবিল থেকেই টুর্নামেন্টের খরচ নির্বাহ করবে। টুর্নামেন্টের বিস্তারতি জানাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এজেড/এটি