ছবি : বিসিবি

মুশফিকুর রহিম দেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার। এই তকমা তার অনেকদিনেরই। গত কয়েক বছর ধরে দেশের সেরা ব্যাটসম্যানও তিনি। ব্যাট হাতে অসংখ্য রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে এক অনন্য মাইলফলকও স্পর্শ করেছেন মুশফিক। এতদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার দখলে। জাতীয় দলের জার্সি গায়ে তিনি খেলেছিলেন ২২০টি ম্যাচ।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলে তার খেলা ওয়ানডের সংখ্যাও ২২০টি। ক্যারিবীয়ানদের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামলেই মাশরাফিকে ছাড়িয়ে যাবেন তিনি। 

এই উপলক্ষে ম্যাচশেষে ড্রেসিং রুমে কেক কাটা হয়। ওই উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে শেয়ার করেছেন মুশফিক। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। দারুণ এই আয়োজনের জন্য আমার সতীর্থদের ধন্যবাদ। কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড এটি।’

ওই ভিডিওতেই দেখা যায় মুশফিককে কেক খাইয়ে দিচ্ছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তখনই তার মুখে শোনা যায়, ‘আলহামদুলিল্লাহ্‌! এই দেশের জন্য আপনি যা করছেন, আমরা সারাজীবন মনে রাখব মুশফিকুর রহীম।’

এমএইচ