ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে প্যারিস সেইন্ট জার্মেইয়ের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। যদিও দেখা হচ্ছে না লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের। ফরাসি লিগে চোট পেয়ে ইতোমধ্যেই চলতি মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কায় আছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের। 

অন্যদিকে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব আতালান্তার। স্প্যানিশ আরেক জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ লড়বে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় কে কার বিপক্ষে লড়বে :

মনশেনগ্লাডবাখ- ম্যান সিটি 

লাৎসিও- বায়ার্ন মিউনিখ 

অ্যাটলেটিকো-চেলসি 

লাইপজিগ- লিভারপুল 

পোর্তো- জুভেন্টাস 

বার্সেলোনা-পিএসজি 

সেভিয়া- ডর্টমুন্ড 

আতালান্তা- রিয়াল মাদ্রিদ

এমএইচ