রিশাদের ঘূর্ণিতে অলআউট উইন্ডিজ
রিশাদ ৭৫ রান দিয়ে নেন পাঁচ উইকেট/ ছবি : বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ কেমন হবে, তার ছোটখাটো একটা ট্রায়ালই হয়ে গেল চট্টগ্রামে। স্পিনিং উইকেট যে হবে, সেটার প্রমাণ পাওয়া গেল রিশাদের পাঁচ উইকেটে।
তরুণ এই লেগ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে বিসিবি একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ২৫৭ রান। এমএ আজিজ স্টেডিয়ামে উইকেট পেয়েছেন তরুণ পেসার খালেদ আহমেদও। তার ঝুলিতে পুড়েছেন তিন উইকেট।
বিজ্ঞাপন
তিনদিনের ম্যাচের টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্র্যাথওয়েট করেন ৬৭ রান। ক্যারিবিয়ান ইনিংসে প্রথম হানা দেন পেসার শাহাদাত হোসেন। ৭৩ বলে ৪৪ রান করা ক্যাম্পবেলকে ক্যাচ বানান তৌহিদ হৃদয়ের।
এরপরই যেন আসা-যাওয়ার মিছিল শুরু হয় উইকেটে। একপ্রান্ত আগলে রাখেন ক্রেইগ ব্র্যাথওয়েট। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১০ চারে ১৮৭ বলে ৮৫ রান করেন ব্র্যাথওয়েট। কিন্তু অন্য প্রান্তের কোনো ব্যাটসম্যানই তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি।
বিজ্ঞাপন
ক্যাম্পবেল ও ব্র্যাথওয়েটের পর সর্বোচ্চ ৪০ রান আসে কাইল মায়ার্সের বলে। ৮ চারে ৩৯ বলে ৪০ রান করেন তিনি। বাংলাদেশের পক্ষে রিশাদ ২৩ ওভার এক বল হাত ঘুরিয়ে ৭৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ২১ ওভারে ৪৬ রান দিয়ে তিন উইকেট নেন খালেদ। এছাড়া শাহাদাত ও সাইফ হাসান পান একটি করে উইকেট।
শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে ভালোভাবেই পার করেছে বিসিবি একাদশ। আট ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে করেছে ২৪ রান। ২৮ বলে ১৫ রান করে সাইফ ও ২২ বলে ৩ রান করে অপরাজিত সাদমান ইসলাম।
এমএইচ/এটি