ফাইল ছবি

বাফুফে নির্বাচনে কাজী সালাহউদ্দিন প্যানেলের অন্যতম ইশতেহার ছিল জিম নির্মাণ। চতুর্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার আড়াই মাসের মধ্যে কাজী সালাহউদ্দিন ওই ইশতেহার বাস্তবায়নের ঘোষণা দিলেন।

মঙ্গলবার তিনি বলেন,‘আমরা বাফুফে ভবনের সামনের মাঠে জিম করব। সব কিছু চূড়ান্ত। খুব শীঘ্রই এখানে ফুটবলাররা জিম করতে পারবে।’ 

আগের মেয়াদেও কাজী সালাহউদ্দিনের প্রতিশ্রুতি ছিল জিম করে দেয়ার। নানা কারণে সেটা হয়নি। চলতি মেয়াদের প্রথম বছরেই জিম করতে বদ্ধ পরিকর সাবেক এই জাতীয় ফুটবলার।

তিনি বলেন, ‘জিম করতে প্রায় এক কোটি টাকার মতো লাগবে। সেই অর্থসংস্থান হচ্ছে। কারিগরি দিকগুলোও দেখা হচ্ছে। কিছু দিনের মধ্যেই বোর্ড সভায় উত্থাপন করব। বোর্ড সভায় উত্থাপনের তিন মাসের মধ্যে পরিপূর্ণ একটি জিম হবে।’ 

মঙ্গলবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বৃটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে নিয়ে সালাহউদ্দিন সশরীরে মাপ জোক করেন।

এমএইচ/এটি