ছবি : সংগৃহীত

ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমে মঙ্গলবার ছিল দলবদলের শেষ দিন। শেষ দিনের দলবদলে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং কিছুটা আলো কেড়েছে। বিকালে ফুটবলার ও কোচকে নিয়ে মোহামেডানের কর্মকর্তারা দলবদলে অংশ নেন। 

মোহামেডানের বৃটিশ কোচ শেন লী বলেন,‘আমাদের দল গতবারের তুলনায় ভালো হয়েছে। কারণ এবার কিছুটা বেশি সময় অনুশীলন করা গেছে।’ 

সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব এবার মোহামেডানের ম্যানেজারের দায়িত্বে আছেন। আসন্ন মৌসুমে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন,‘আমরা লিগে সেরা চারের মধ্যে এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন থাকতে চাই।’ 

ম্যানেজারের প্রত্যাশা সম্পর্কে কোচের মতামত,‘আমরা মোহামেডানের ঐতিহ্য বজায় রাখতে সচেষ্ট।’ ফেডারেশন কাপে মোহামেডানের গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী। ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচ নিয়ে তার মন্তব্য,‘আমরা শুধু আবাহনী নয় সব দলকে হারানোর ক্ষমতা রাখি।’মোহামেডানে এবার অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন জাপানের নাকাতা। 

তাদের আগে দলবদলে আসে সাইফ স্পোর্টিং, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী। সাইফ স্পোর্টিংয়ের ম্যানেজার মাহবুবুর রহমান সুমন বলেন,‘বসুন্ধরার পর আমরা সবচেয়ে বেশি অনুশীলন করেছি। আমরা শিরোপার অন্যতম দাবিদার।’ 

চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ প্রস্তুতি ঘাটতির কথা জানিয়ে বলেন,‘আমাদের দলের প্রস্তুতি সেভাবে হয়নি। ময়মনসিংহে ক্যাম্প করছে। টুর্নামেন্ট শুরুর আগেই আমরা প্রস্তুত হয়ে যাব।’
 
সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদও দলবদলে অংশ নিয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের ম্যানেজার আরিফ ফুটবলারদের নিবন্ধন ফরম নিয়ে আসেন। তিনি বলেন,‘আমরা দলবদলের আনুূষ্ঠানিকতা সম্পন্ন করলাম। এতে অন্তত আমরা লিগে টিকে রইলাম। এখন কিছু দিন সময় পাওয়া যাবে। আশা করি ক্লাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় একটা সুষ্ঠ ব্যবস্থা করবে।’
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী দলবদলে আসেনি। দলবদলের শেষ দিন হওয়ায় বাফুফের পেশাদার লিগ বিভাগ মধ্যরাত পর্যন্ত কাজ করবে। 

এজেড/ এমএইচ