সাকিব আল হাসান থাকলে টিম কম্বিনেশনের কাজটা সহজ হয়ে যায়। যেক্ষেত্রে বাড়তি একজন বোলার বা ব্যাটসম্যান খেলানোর প্রয়োজ পড়ে না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের ভূমিকা ‘একের মধ্য দুই’। তবে টেস্ট সিরিজ আসলেই শুরু হয় বিপত্তি। সহসা পাওয়া যায় না বাঁহাতি অলরাউন্ডারকে। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে থাকলেও পারিবারিক কারণে খেলতে পারেননি সাকিব। কম্বিনেশনের মারপ্যাঁচে পড়তে হয় দলকে।

এখন পর্যন্ত যে খবর, তাতে আসন্ন লঙ্কা সিরিজের দুই টেস্টেই পাওয়া যাবে সাকিবকে। তার উপস্থিতি আত্মবিশ্বাসে রসদ দিচ্ছে বাংলাদেশ দলকে। অন্তত তেমনটিই মনে করছেন টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মিরপুরে আজ (শনিবার) সুজন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ফলের পর বলতেই হবে যে এই ফরম্যাটে আমরা ব্যাকফুটে। কিন্তু আমরা সেখানে যেমন খেলেছি তার চেয়ে ভালো দল। আমাদের পরিকল্পনা হয়ত ঠিকঠাক হয়নি কিন্তু আমরা এর চেয়ে ভালো খেলতে পারি।’

সঙ্গে যোগ করেন সুজন, ‘তবে আমি বিশ্বাস করি এবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আমরা যথেষ্ট শক্ত হয়েই নামছি। সাকিব আছে এবার। যদিও শ্রীলঙ্কাকে ছোট মনে করার কোন কারণ নেই, আমাদের হোম কন্ডিশনের কথা মাথায় রেখেই তারা আসছে। দারুন একটা সিরিজ হবে আশা করি।’

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ঘরের মাঠে সিরিজ হলেও ‘ফেভারিটের’ তকমা অবশ্য মুমিনুল হলের দলের গায়ে নেই। দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচেই হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু দল হিসেবে বাংলাদেশ ‘একদম মাটিতে পড়ে’ যায়নি বলে মনে করেন সুজন।

সুজনের ব্যাখ্যা, একদম মাটিতে পড়ে গেছি তা না। তবে আশানুরুপ না। ৫৩ বা ৮০ রানে অলআউট হওয়া আশা করি না কোনভাবেই। নিউজিল্যান্ডে জয় আমাদের বেশ উজ্জীবনী শক্তি। আমার মনে হয় না যে দুটো টেস্ট হারার পর আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। শ্রীলঙ্কা সিরিজে আমরা যদি দুটো টেস্ট ড্রও করি তাতে যেন প্রসেস ঠিক থাকে।’

শ্রীলঙ্কা সিরিজের প্রত্যাশার কথা শুনিয়ে সুজন বললেন, ‘টেস্ট ক্রিকেটে জয়-পরাজয় বা ড্র করা আগে থেকে বলাটা কঠিন, আমরা ডারবান টেস্টে সমানে সমানে খেলেছি কিন্তু একটা ইনিংস আমাদের শেষ করে দিয়েছে। টেস্টে একটা সেশনই অনেক কিছু বদলে দেয়। তো ওটা আমাদের মাথায় খুব ভাল ভাবেই আছে। আমরা ৫টা দিন ভাল ক্রিকেট খেলতে। আমরা সিরিজ জয় ও হারার কথা বলব না, আমরা প্রসেসটা ঠিক করতে চাই।’

টিআইএস/এনইউ