গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সভাতে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ার খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। খুব দ্রতই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আজ সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন সুজন। এ নিয়ে তিনি বলেন, 'রোববার নীতিমালার একটা খসড়া আনুমোদন হয়েছে। খুব দ্রুতই কমিটি গঠন করা হবে। আঞ্চলিক ক্রিকেটের নীতীমালায় যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে সেটা ক্রিকেট বোর্ডই করবে।'

নতুন নীতিমালা গঠনের জন্য আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা নেই বলেও জানিয়েছেন বিসিবির এই প্রধান নির্বাহী। এমনকি বিসিবি যত দ্রতসম্ভব কমিটি গঠনের কাজ শেষ করতে চায় বলেও জানান তিনি। 

সুজনের মতে, 'খসড়া নীতিমালা অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেকদিনের পরিকল্পনা ছিল। আমরা চাই যত দ্রুত সম্ভব কমিটি গঠনের কাজ শেষ করতে।'

এসএইচ/এনইআর