সকল মায়ের জীবন হোক সুখের : সাকিব
মে মাসের দ্বিতীয় রোববার আজ। দিনটা বিশেষ কিছু, কারণ দিনটা পৃথিবীর সব মায়েদের জন্য বিশেষভাবে উৎসর্গ করা। বিশেষ এ দিনে সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের সকল মায়েদের।
রোববার সাকিব তার অফিসিয়াল ফেসবুক পাতায় জানান এ শুভেচ্ছা। সেখানে মা শিরিন রেজা ও স্ত্রী-সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দেন তিনি। লেখেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’
বিজ্ঞাপন
অন্য সব সন্তানের মতো সাকিবের চলার পথটা মসৃন করে দিয়েছেন তার মা। এখনো সন্তানের পাশেই থাকেন তিনি। সাকিবের তৃতীয় সন্তান জন্মের আগেই ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে দাদী হিসেবেও সাকিব কন্যাদের পাশে থেকেছেন তিনি। মায়েরা এমনই, তাদের দ্বায়িত্ব যেন কখনোই শেষ হয় না!
We wish you always lead a happy life with a cheerful smile! Happy Mothers Day! সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। #maa
Posted by Shakib Al Hasan on Saturday, May 8, 2021বিজ্ঞাপন