নতুন বছরে হেরেই বসলো লিভারপুল
মোহামেদ সালাহ ভূপাতিত, ছবিটা যেন লিভারপুলেরও প্রতীকী দৃশ্য/ছবি: সংগৃহীত
টানা দুই ড্র লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগে খানিকটা অরক্ষিত অবস্থাতেই নিয়ে এসেছিল। সেই লিভারপুল এবার সাউদাম্পটনের কাছে হেরেছে ০-১ গোলে। ফলে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ পর হারের বিস্বাদ নিল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
লিভারপুলের বিপক্ষে স্বাগতিক সাউদাম্পটনের গোলটা আসে ম্যাচের দ্বিতীয় মিনিটেই। ফ্রি কিক থেকে ভেসে আসা বল লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড বিপদমুক্ত করতে ব্যর্থ হন। ফলে লিভারপুল বিপদসীমায় বল পেয়ে যান দলটিরই সাবেক স্ট্রাইকার ড্যানি ইংস। প্রথম স্পর্শেই বলটা পাঠান দূরের পোস্টে, পেয়ে যান প্রিমিয়ার লিগে ব্যক্তিগত ৫০তম গোলের দেখা।
বিজ্ঞাপন
মিনিট তিনেক পরই সমতায় ফেরার সুযোগ লিভারপুলের। মোহামেদ সালাহর পাসে রবার্তো ফিরমিনো দারুণ সুযোগই পেয়েছিলেন, তবে শটটা তিনি রাখতে পারলেন না লক্ষ্যেই।
১১ মিনিটে আরও এক সুযোগ লিভারপুলের। ট্রেন্টের ক্রসে সাদিও মানের দারুণ হেডার দারুণভাবে ফেরান স্বাগতিক ডিফেন্ডার ওয়াকার পিটার্স। বিরতির ঠিক আগে লিভারপুলকে সমতায় ফেরানোর সুযোগ পান সালাহ। বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা মানের ক্রসে তার করা হেডারটিও লক্ষ্যভ্রষ্ট হয়।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধেও বলের দখল নিয়ে মাঝমাঠের দখল ছিল লিভারপুলের কাছে। সেটাকে অবশ্য প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত নিয়ে যেতে বেগ পেতে হয়েছে ক্লপের শিষ্যদের। তাই তো প্রতিপক্ষ গোলমুখে দলটির প্রথম শট আসে ম্যাচের ৭৫ মিনিটে। সাদিও মানের সে শটটিও অবশ্য পরীক্ষার মুখে ফেলতে পারেনি, সহজেই সেটি আয়ত্বে নেন সাউদাম্পটন গোলরক্ষক ফ্রেজার ফস্টার।
শেষ মুহূর্তে শেষ দুই-তিন মৌসুমে অনেক ম্যাচ থেকেই পয়েন্ট বের করে এনেছে লিভারপুল। সাউদাম্পটনের বিপক্ষে উল্টো গোল হজম করতে বসেছিলেন সালাহরা। বল বিপদমুক্ত করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন আলিসন। তাকে ফাঁকি দিয়ে সাউদাম্পটন ফুলব্যাক ইয়ান ভ্যালেরি শট গোললাইন থেকে ফিরিয়ে তাকে গোলবঞ্চিত রাখেন জর্ডান হেন্ডারসন। তাতে অবশ্য হারটা এড়ান যায়নি। ১২ ম্যাচ পর প্রিমিয়ার লিগে হারের বিস্বাদ নেয় অল রেডরা। অ্যাস্টন ভিলার কাছে ৭-২ ব্যবধানে হারের পর আর কোনো ম্যাচে হারেনি দলটি।
এরপরও অবশ্য লিভারপুল আছে লিগের শীর্ষে। ১৭ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট অর্জন করেছে তারা। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডও পেয়েছে ৩৩ পয়েন্ট, তবে অল রেডদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে কোচ ওলে গুনার সোলশায়ারের শিষ্যরা।
এনইউ