ছবি: সংগৃহীত

বার্সেলোনার দুইজন করোনাক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা কর্তৃপক্ষ। এর ফলে সব ধরনের অনুশীলন ও সংবাদ সম্মেলন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার রাতে এক বিবৃতিতে বার্সেলোনা দুইজনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানায়। বিবৃতিতে বলা হয়, ‘সোমবার নিয়মিত পিসিআর পরীক্ষার ফলাফলে মূল ফুটবল দলের দুইজন কোচিং স্টাফের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। ক্লাব কর্তৃপক্ষ ইতোমধ্যেই সংশ্লিষ্ট ক্রীড়া ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানিয়েছে।’

এর ফলে লা লিগা কর্তৃপক্ষের নীতিমালা মেনে আজ মঙ্গলবার পুরো দলকে আবারও করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে। দুই সদস্যের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলার পর অনুশীলন ও সংবাদ সম্মেলনও স্থগিত ঘোষণা করেছে বার্সা কর্তৃপক্ষ।

বিবৃতির ভাষ্য, ‘সূচি অনুসারে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় অনুশীলন হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। অনুশীলন ও বার্সা-অ্যাথলেটিক বিলবাও ম্যাচের সংবাদ সম্মেলনের নতুন সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

আগামী ৭ জানুয়ারি অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হওয়ার কথা বার্সেলোনার। তবে দলের দুইজনের করোনাক্রান্ত হওয়ার পর সেটি নিয়ে জেগেছে বেশ শঙ্কা।

এনইউ