বাফুফে সদস্যদের ওয়াকআউট!
ছবি : সংগৃহীত
বাফুফে ভবনের দ্বিতীয় তলায় উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। এরমধ্যেই একজন একজন করে নির্বাহী সদস্যরা বেরিয়ে যাচ্ছিলেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে ভিন্ন আবহের খবর পাওয়া গেল। জায়গা সংকুলান না হওয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী, সচিব, বিকেএসপি পরিচালক সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে শুধুমাত্র বাফুফে সভাপতি, চার সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি বৈঠক করবেন। বাফুফে নির্বাহী সদস্য সংখ্যা ১৫।
ছোট্ট বোর্ডরুমে এত লোক নিয়ে সভা করলে স্বাস্থ্যবিধিতে সমস্যা হতে পারে এজন্য নির্বাহী সদস্যদের বোর্ড রুম থেকে বের হয়ে যেতে বলার অনুরোধ জানানো হয়েছিল বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে। এতে সদস্যরা অপমানিত বোধ করে একে একে ভবন ছেড়েছেন।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, ‘সদস্য ১৫ জন ছাড়া কার্যনির্বাহী কমিটি অপরিপূর্ণ। আমাদের আমন্ত্রন জানানো হয়েছে। অনেকে এই করোনার মধ্যে অনেক জেলা থেকে এসেছেন। আমরা মূল বৈঠকে থাকতে পারব না জানলে আসতাম না।’ সভা শেষে সংবাদ সম্মেলনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ছাড়া একমাত্র সদস্য হিসেবে মাহফুজা আক্তার কিরণ ছিলেন।
এজেড/ এমএইচ
বিজ্ঞাপন