গিবসন-কুক ফিরেছেন, আসছেন বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফরাও
ফাইল ছবি
করোনা মহামারির পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশ। সামনে এখন বেশ ব্যস্ত সূচি। এজন্যে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুত করতে একে একে বাংলাদেশে ফিরছেন সাপোর্ট স্টাফের সদস্যরা। শুক্রবার সকালে দেশে এসেছেন বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।
আগামী ২০ জানুয়ারি শুরু হবে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার জন্য আগামী ১০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক অনুশীলনে নামবে স্কোয়াডে ডাক পাওয়া সদস্যরা। সেই অনুশীলনের শুরু থেকেই স্পিন বলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া সাকিব আল হাসান, তামিম ইকবালরা পাচ্ছেন রাসেল ডমিঙ্গো সহ কোচিং স্টাফের সকল সদস্যকে।
বিজ্ঞাপন
জাতীয় দলের খেলা না থাকায় বেশ আগেভাবেই বড়দিনের ছুটি কাটাতে নিজ নিজ দেশে ফিরে গিয়েছিলেন রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুকরা। টাইগারদের খেলা থাকায় আবার কাজে যোগ দিতে ফিরছেন তারা। এর অংশ হিসেবে কদিন আগেই ফিরেছেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো আর ট্রেনার নিকোলাস ট্রেভর লি।
শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এসে পৌঁছেছেন টাইগারদের পেস বোলিং কোচ গিবসন ও ফিল্ডিং কোচ কুক। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। সেখান থেকে সরাসরি হোটেলে উঠেছেন দুজন।
বিজ্ঞাপন
এরপর বেলা সাড়ে ১১টায় ঢাকায় এসে পৌঁছেছেন ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরন। হেড কোচ ডমিঙ্গো আসবেন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে। সাপোর্ট স্টাফের সদস্যদের ফেরার বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজস্টিক ম্যানেজার ওয়াসিম খান।
ওয়াসিম বলেন, ‘পেস বলিং কোচ ওটিস গিবসন আর ফিল্ডিং কোচ রায়ান কুক সকাল পৌনে ১০টায় ঢাকায় এসেছে। তারা এখন হোটেল সোনারগাঁওয়ে উঠেছে। সাড়ে ১১টার সময় এসেছে শ্রীনিবাসন। হেড কোচ আজই চলে আসবে। সাড়ে পাঁচটার দিকে ওর নামার কথা আছে।’
টিআইএস/এনইউ