জাদেজা-পান্টের চোটে দুর্দশা বাড়লো ভারতের
চোট নিয়ে মাঠেই প্রাথমিক চিকিৎসার প্রয়োজন পড়ে জাদেজার/ছবি: সংগৃহীত
চলতি সিরিজটা যেন দুঃস্বপ্নের মতো কাটছে ভারতীয় ক্রিকেটারদের। চোট নিয়ে এ পর্যন্ত ছিটকে গেছেন কমপক্ষে পাঁচ ক্রিকেটার। শনিবার সিডনি টেস্টের তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজা আর রিশাভ পান্টও চোট পেয়ে মাঠ ছেড়েছেন, দিনের বাকি অংশে ফিল্ডিংও করেননি। দু’জনের চোট যদি বড় হয় তাহলে সিরিজের বাকি অংশে আরও বিপাকে পড়তে হবে ভারতকে।
চোটের কারণে ইতোমধ্যেই ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব আর লোকেশ রাহুলকে হারিয়েছে ভারত। শনিবার ব্যাটিং করার সময়ে কনুইয়ে চোট পেয়েছেন রিশাভ, যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটও করতে পারবেন না তিনি। এদিকে ব্যাটিংয়ের সময়ে পাওয়া জাদেজা চোট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নেমেছিলেন। কিন্তু এরপর তাকেও তুলে নিতে হয় ভারতকে। দুজনকেই স্ক্যান করার জন্যে পাঠানো হয়েছে হাসপাতালে।
বিজ্ঞাপন
রিশাভের জায়গায় তখনই ফিল্ডিং করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা। পরে জাদেজার জায়গায় ফিল্ডিংয়ে এসেছেন নবদ্বীপ সাইনি। তবে শেষ ইনিংসে জাদেজা-পান্টের কেউই ব্যাট করতে না পারলে বদলিরা ব্যাট হাতে নিতে পারবেন না মোটেও। সেক্ষেত্রে ভারতকে কার্যত ব্যাট করতে নামতে হবে কেবল আট উইকেট হাতে রেখে। জাদেজার ছিটকে যাওয়া মানে বোলিংয়েও একটা বিকল্প কমে যাওয়া অধিনায়ক অজিঙ্কা রাহানের হাতে। সেক্ষেত্রে টেস্টটা ড্র করাটাও যে দুষ্কর হয়ে পড়বে তা বলাই বাহুল্য।
দুজনে যদি শেষ টেস্টেও না থাকেন, তাহলে সাহা নেবেন পান্টের জায়গা। তবে দলে বিকল্প কোন অলরাউন্ডার নেই এখন। করোনা পরিস্থিতির কারণে বাইরে থেকে উড়িয়ে নিয়েও খেলানোর সুযোগ নেই সফরকারী দলের। ফলে শেষ টেস্টে ভারতকে খেলতে হবে বাড়তি একজন ব্যাটসম্যান কিংবা এক বোলার নিয়ে। সেক্ষেত্রে এক টেস্টের বিরতি শেষে দলে ফিরতে পারেন মায়াঙ্ক আগারওয়াল কিংবা কুলদীপ যাদব।
বিজ্ঞাপন
এনইউ