ছবি : ইএসপিএন

দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত ভারতের অবস্থা বেশ ভালোই ছিল। ২ উইকেট হারিয়ে ৯৬ রান নিয়ে দিন শুরু করেছিল তারা। কিন্তু তৃতীয় দিনের শুরু থেকেই চাপে পড়া শুরু সফরকারীদের। সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ১৯৭ রানে পিছিয়ে আছে তারা। 

ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দারুণ পারফর্ম করা অজিদের নিয়ন্ত্রণেই রয়েছে ম্যাচ। লাবুশেন ৪৭ ও স্মিথ ২৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৩ রান। 

তৃতীয় দিনের শুরুতে অধিনায়ক আজিঙ্কা রাহানের উইকেট হারায় ভারত। ৭০ বলে ২২ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ট হয়ে সাজঘরে ফেরত যান তিনি। হনুমা বিহারী ৪ রান করে রান আউটে কাটা পড়েন।  ৩৬ রান করে হ্যাজলউডের বলে সাজঘরে ফেরত যান রিশাভ পান্ত। 

উইকেটে থিতু হওয়া চেতেশ্বর পূজারাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৭৬ বলে ৫০ রান করে কামিন্সের বলে টিম পেইনের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার আশা দেখাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। 

কিন্তু ২৮ রানে তিনি আঙ্গুলে চোট পেলে ভারতের ইনিংস আর বেশি লম্বা হয়নি। ২৪৪ রানে অলআউট হয় তারা। অজিদের পক্ষে ৪ উইকেট তুলে নেন প্যাট কামিন্স। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ১৩ ও উইল পুকোভস্কি ১০ রানে সাজঘরে ফেরে অস্ট্রেলিয়ার। তবে স্মিথ ও লাবুশেনের ব্যাটে ভারতকে বড় লক্ষ্য দেওয়ার পথে আছে স্বাগতিকরা। 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮

ভারত ১ম ইনিংস: ২৪৪ (শুভমন গিল ৫০, চেতেশ্বর পূজারা ৫০) (প্যাট কামিন্স ২৯/৪)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৯ ওভারে ১০৩/২ (লাবুশেন ৪৭*, স্মিথ ২৯*) (সিরাজ ৮-২-২০-১, অশ্বিন ৬-০-২৮-১)।