ফাইল ছবি

ফাইনালের আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের রীতি বিশ্বজুড়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতি টুর্নামেন্টেই এই নীতি অনুসরণ করে আসছে। আজ শনিবার দুপুরে বাফুফে ভবনে ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলন ছিল। সেই সম্মেলনে বসুন্ধরা কিংসের কোচ ও অধিনায়ক উপস্থিত থাকলেও অনুপস্থিত সাইফের বেলজিয়ান কোচ পল পুট ও অধিনায়ক রিয়াদুল হাসান রাফি। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করা লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদিকে সাইফের অনুপস্থিতির কারণ নিয়েই বেশি প্রশ্ন সামলাতে হয়েছে। আব্দুস সালাম মুর্শেদি বলেন,‘আমাদের অফিস আনুষ্ঠানিকভাবে তাদের সময়সূচি জানিয়েছে। তারা আসতেও সম্মতও ছিল। এখন আসেনি, এজন্য আমরা বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাব। ডিসিপ্লিনারি কমিটি শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’

সাইফের অধিনায়ক ও কোচ অনুপস্থিত থাকলেও মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন ছিলেন। মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব কোচের অনুপস্থিতি সম্পর্কে বলেন,‘সকালে আমাদের নির্ধারিত অনুশীলন সূচি ছিল। ওই সূচির বাইরে গেলে আমরা অনুশীলন করতে পারব না। অনুশীলন শেষ করে উত্তরা থেকে মতিঝিলে ১২ টার প্রেস কনফারেন্সে আসা সম্ভব নয়। এজন্য আমরা পিছিয়ে সংবাদ সম্মেলন আয়োজনের অনুরোধ করেছিলাম।’

সাইফের অনুরোধের এই প্রসঙ্গ টেনে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিকেলে আবার বসুন্ধরা কিংসের অনুশীলন। বিকেলে সংবাদ সম্মেলন করলে তখন আবার বসুন্ধরার সমস্যা হতো। সাইফের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের শেষ আলোচনা ছিল অন্তত একজন ফুটবলার যেন আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকে।’

সাইফ স্পোর্টিং সূত্রে জানা গেছে, বিকেলে রাজধানীর এক হোটেলে মিডিয়ার সাথে কথা বলবেন সাইফের কোচ ও অধিনায়ক। উল্লেখ্য, সাইফ স্পোর্টিং প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনাল খেলছে। 

এজেড/এনইউ