সতীর্থ বর্ণবাদের শিকার, কষ্টে পুড়ছেন কোহলি
ছবি : সংগৃহীত
বর্ণবাদী আচরণ এখন ক্রীড়াঙ্গনে দেখা যায় হরহামেশাই। এর বিরুদ্ধে প্রতিবাদেও সরব ক্রীড়া ব্যক্তিত্বরা। সম্প্রতি সিডনিতে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চার ম্যাচ সিরিজের তৃতীয়টিতে বর্ণবাদের শিকারে হয়েছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার।
খেলাও বন্ধ করতে হয়েছে দর্শকদের বর্ণবাদী আচরণের কারণে। এজন্যে দু’জন দর্শককে গ্যালারি থেকে বেরও করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিডনি টেস্টে খেলছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
বিজ্ঞাপন
মাঠে সতীর্থদের পাশে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দর্শকদের দ্বারা ভারতীয় ক্রিকেটারদের বর্ণবাদের শিকার হওয়ার প্রতিবাদ জানিয়েছেন তিনি। বর্ণবাদমূলক আচরণ কোনোভাবেই গ্রহনযোগ্য নয় বলে মনে করেন কোহলি।
তিনি বলেন, ‘বর্ণবাদী আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। বাউন্ডারি লাইনের কাছে এমন আচরণের মধ্যে দিয়ে বারবার যাওয়াটা হতাশাজনক। এটি উচ্ছৃঙ্খল আচরণের সর্বোচ্চ স্তর। এটা মাঠে ঘটতে দেখাটা খুবই কষ্টের।’
বিজ্ঞাপন
এই রকম আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদনও জানিয়েছেন কোহলি, ‘এটিকে দ্রুত এবং গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এবং এই রকম আচরণ যারা করেছে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া উচিত।’
সিডনি টেস্টের চতুর্থ দিনে তখন ৮৭তম ওভারের খেলা চলছে। তখনই ঘটে বিপত্তি। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ দুই আম্পায়ারকে ডেকে কিছু একটা বলেন। বিষয়টা বুঝতে পেরে অধিনায়ক অজিঙ্কা রাহানে ছুটে যান উইকেটের কাছে, সঙ্গে চেতেশ্বর পুজারা, মায়াঙ্ক আগারওয়ালও। যে কারণে খেলা বন্ধ রাখতে হয় আট মিনিট।
গ্যালারি থেকে দর্শকরা বর্ণবাদী মন্তব্য করেছিলেন সিরাজকে, যার ফলে এই ঘটনার সূত্রপাত। পরে মাঠের নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগমন ঘটে গ্যালারিতে। বেশ কিছু দর্শকের সঙ্গে কথা বলে দোষীদের মাঠছাড়া করেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, নিউসাউথ ওয়েলস পুলিশের হস্তক্ষেপে ছয়জন দর্শককে বের করে দেয়া হয়েছে গ্যালারি থেকে।
এমএইচ/এটি