মুক্তিযোদ্ধার দেড় লাখ ডলারের জাপানি স্পন্সর
ছবি: সংগৃহীত
১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দল পরিচালনায় অনেক সমস্যায় ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সেই সংকট অবশেষে কেটেছে। জাপানি প্রতিষ্ঠানকে পেয়েছে স্পন্সর হিসেবে। লিগে স্পন্সর প্রতিষ্ঠানের কাছ দেড় লাখ ডলার পাবে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার ফুটবল দলের ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ‘আমরা এখন একটু স্বস্তিতে। দল মাঠে নামানোই অসম্ভব ছিল এই সহযোগিতা না পেলে।’
এত বড় স্পন্সর পাওয়ার রহস্যটা জানালেন আরিফ, ‘আমাদের এই স্পন্সরে পুরোটাই সাহায্য করেছেন জাপানী ফুটবলার কাতো। ফেডারেশন কাপেও ওর সহযোগিতায় আমরা দশ লাখ টাকার পৃষ্টপোষকতা পেয়েছিলাম। এবার পুরো লীগের জন্য সে এনেছে দেড় লাখ ডলার।’
বিজ্ঞাপন
দেশ স্বাধীন করেছেন যারা তাদের নামে একটি ক্রীড়া ক্লাবের অর্থ সংস্থানে দেশীয় কেউ সেভাবে এগিয়ে আসেনি। জাপানী ফুটবলার ক্লাবে খেলতে এসে তিনিই ক্লাবের ত্রাণকর্তা হয়ে গেলেন!
সোমবার দুপুরে মুক্তিযোদ্ধার টাইটেল স্পন্সর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। মন্ত্রী পরিষদ সভা শেষ করেই এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আসবেন তিনি।
বিজ্ঞাপন
ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। লিগে পয়েন্ট টেবিলে মাঝারি জায়গায় থাকার লক্ষ্য তাদের। লিগে মুক্তিযোদ্ধার ভেন্যু ছিল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। করোনার জন্য ঢাকার আশেপাশেই ভেন্যুগুলো পছন্দ করেছে বাফুফে। এবারের লিগে নতুন দুই ভেন্যু টঙ্গী ও মুন্সিগঞ্জ। ফুটবল ফেডারেশন মুক্তিযোদ্ধাকে অনুরোধ করছে মুন্সিগঞ্জে ভেন্যুর স্বাগতিক হওয়ার। ফুটবল ফেডারেশনের এই অনুরোধ রাখতে পারছে না মুক্তিযোদ্ধা, ‘গোপালগঞ্জ আমাদের ভেন্যু না রাখায় আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলব। মুন্সিগঞ্জের সঙ্গে আমাদের তেমন সম্পৃক্ততা নেই।’
এজেড/এটি/এনইউ