ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টারবয়’ সাকিব আল হাসান। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর আবার ক্রিকেটে ফিরেছেন তিনি। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়নি টাইগার অলরাউন্ডারের। ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে নামবেন তিনি। সাকিব ফেরায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন তার সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিন।

জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করার দায়ে এক বছরের সাজা পেয়েছিলেন সাকিব। এজন্য সব ধরণের ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। সাজার মেয়াদ শেষ করে আবার বাইশ গজের লড়াইয়ে ফিরেছেন। সব ঠিক থাকলে উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে দেখা যাবে তাকে। করোনা প্রাদুর্ভাবের পর এই সিরিজ দিয়েই দীর্ঘ প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল।

সাকিব ফেরায় ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন সাইফউদ্দিন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অনেক খুশির বিষয়। প্রকাশ করার মতো না। ঘর বন্দি ছিলাম, এর মধ্যে ঘরোয়া ক্রিকেট খেললাম। আসলে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের বিষয়। আর সবচেয়ে বড় কথা আমাদের মাঝে এক বছর পর সাকিব ভাই ফিরে এসেছে। এ কারণে ভালো লাগাটা অন্যরকম।’

আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে উইন্ডিজ সিরিজ শুরু করবে টাইগাররা। এজন্য ১০ দিন আগেই দলীয় অনুশীলন শুরু করে দিয়েছে পুরো দল। সাইফউদ্দিন নিজেও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ও ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন। তবে প্রাথমিক দল থেকে মূল স্কোয়াডে নাম তুলতে যে বড়সড় পরীক্ষা দিতে হবে, সেটি খুব ভালোভাবেই বুঝতে পারছেন তিনি।

‘শেষ তিনদিন সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করলাম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করলাম। আর শেষ দুইটি টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আমাদের পেসাররা অনেক ভালো করেছে এ কারণে এই জায়গাটা বেশ আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে দলে সুযোগ পাওয়া বা সেরা একাদশে সুযোগ পাওয়া।’

সাইফউদ্দিন বলেন

 

ভিডিও বার্তায় সাইফউদ্দিন আরও বলেন, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহর হাতে। সবমিলিয়ে সেশনগুলো খুব উপভোগ করছি। সামনে আরও সুযোগ পাবো অনুশীলনের। এমনকি আমাদের অনুশীলন ম্যাচও আছে। তো আমরা প্রস্তুতি নিচ্ছি অনুশীলন সেশনগুলো থেকে।’

টিআইএস/ এমএইচ/এটি