ছবি: সংগৃহীত

মাঠের পারফর্ম্যান্স সন্তোষজনক হলেও চোট নিয়ে বেশ কঠিন সময় কাটছে ভারতের। এ পর্যন্ত মূল একাদশের কমপক্ষে ছয় জন ছিটকে গেছেন চোট নিয়ে। অবস্থা এমন দাঁড়িয়েছে, শেষ টেস্টে একাদশ নামানো নিয়েই শঙ্কায় দলটি। এ অবস্থায় দলের সহায়তায় প্রয়োজনে ব্যাট প্যাড নিয়েও মাঠে নামতে প্রস্তুত, জানালেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। 

টি-টোয়েন্টি সিরিজে রবীন্দ্র জাদেজার ‘কনকাশন’ দিয়ে শুরু। এরপর থেকে ভারতের চোটের খাতাটা কেবল ভারীই হয়েছে। হাতে চোটের কারণে প্রথম টেস্টের শেষ দিকে ছিটকে যান মোহাম্মদ শামি। পরের টেস্টের মাঝামাঝি সময়ে উমেশ যাদব কাফ মাসলে চোট নিয়ে ফেরেন ভারতে। যে কারণে মোহাম্মদ সিরাজ ও নবদ্বীপ সাইনির অভিষেক হয়েছে তৃতীয় টেস্টে। পেটের মাংসপেশিতে চোটের কারণে শেষমেশ বুমরাহও ছিটকে গেছেন।

এদিকে ব্যাটিং বিভাগও পিছিয়ে নেই চোট পাওয়ার ক্ষেত্রে। প্রথমে লোকেশ রাহুল, এরপর হনুমা বিহারীকে চোটের কাছে খুইয়েছে ভারত। শেষ টেস্টে আঙুলের চোটের কারণে থাকবেন না রবীন্দ্র জাদেজাও। বড় চোট, ছোট চোট, নিগলস মিলিয়ে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, অস্ট্রেলিয়ায় থাকা ‘সুস্থ’ দলটাকেও চাইলে হেসেখেলে হারিয়ে দিতে পারে ভারতের চোটগ্রস্থ একাদশ!

দলের এমন দুরবস্থায় বীরেন্দর শেবাগ খানিকটা রসিকতাই করলেন। টুইটারে তিনি লিখেন, ‘এত্তো এত খেলোয়াড় চোট পেয়ে ছিটকে গেছে! শেষ টেস্টে তো দেখা যাবে ১১জনই মিলবে না! যদি নাই হয়, আমি খেলতে প্রস্তুত। কোয়ারেন্টিনের ব্যাপারটা দেখে নেয়া যাবে!’

ব্রিজবেনে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার সিরিজের শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে।

এনইউ/এটি