জামাল ভুঁইয়াদের সাফল্যে ফেরাতে ছক কষছে বাফুফে
ফাইল ছবি
বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন আসর। সেই আসর শুরুর ঘন্টা খানেক আগে বৈঠকে বসছে বাফুফের জাতীয় দল কমিটি। কাজী সালাউদ্দিনের বিগত ১২ বছরের আমলে জাতীয় দলে উল্লেখযোগ্য সাফল্য নেই বললেই চলে। নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর জাতীয় দলে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। এরই ধারাবাহিকতায় বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাফুফের কর্তারা। এই সভায় মূলত বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের অবশিষ্ট তিন ম্যাচ নিয়েই পরিকল্পনা হবে।
২৫ মার্চ সিলেটে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই ম্যাচ। বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে রয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। ১ মার্চ বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরুর সম্ভাব্য তারিখ। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফরম্যাট, সম্ভাব্য অংশগ্রহণকারী নিয়েও আলোচনা হবে বুধবারের সভায়।
বিজ্ঞাপন
জাতীয় দল কমিটির অন্যতম সদস্য সত্যজিত দাস রুপু বলেন, ‘সামনে জাতীয় দলের অনেকগুলো ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোর প্রস্তুতি নিয়েই মূলত আমাদের পরিকল্পনা ও পর্যালোচনা হবে।’ জাতীয় দলের বৃটিশ হেড কোচ ইংল্যান্ডে রয়েছেন। সভা চলাকালীন সময়ে অনলাইনে যুক্ত হওয়ার কথা রয়েছে তার। বিদেশি কোচদের ঘন ঘন ছুটিতে থাকার বিষয়েও একটি অবস্থানে আসতে চায় জাতীয় দল কমিটি।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জামাল ভুঁইয়াদের জন্য পেশাদার বেতনভুক্ত ম্যানেজার নিয়োগের পক্ষে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের ২৪ ঘন্টা আগে আমের খানকে ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়। সামনে জাতীয় দলের অনেক ম্যাচ। আমের খানই থাকবেন ম্যানেজার নাকি নতুন কেউ এই গুরুত্বপূর্ণ বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
বিজ্ঞাপন
প্রিমিয়ার লিগের বাফুফে মাত্র এক রাউন্ডের ফিকশ্চার দিয়েছে। জাতীয় দল কমিটির সিদ্ধান্ত ও পরিকল্পনার উপর ফিকশ্চার পূর্ণাঙ্গ হবে। জাতীয় দলের হেড কোচ জেমি ডে ১৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চান।
এজেড/এটি/এনইউ