জেমিকে তড়িঘড়ি করেই ঢাকায় ফেরাচ্ছে বাফুফে
ফাইল ছবি
জাতীয় ফুটবল দলের বৃটিশ হেড কোচ জেমি ডে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌছাবেন। আজ বুধবার রাতে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন জেমি। জেমি ডে’র আগামী সপ্তাহে আসার কথা ছিল। অনেকটা তড়িঘড়ি করেই তাকে নিয়ে আসছে বাফুফে।
ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। তার উপর আজ বুধবার থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যা থেকে দেখেই দল নির্বাচন করবেন বাংলাদেশের বৃটিশ এই কোচ। সে ভাবনা থেকেই কোচকে সময়ের একটু আগেই ফেরাচ্ছে বাফুফে। আজ বুধবার লন্ডনের স্থানীয় সন্ধ্যা ছয়টায় রওনা হয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে এগারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা তার।
বিজ্ঞাপন
সময়ের আগে দেশে ফেরা সম্পর্কে কোচ জেমি বলেন, ‘আমি বাফুফের টিকিটের অপেক্ষায় ছিলাম। তারা টিকিট নিশ্চিত করেছে মঙ্গলবার রাতে। কোয়ারেন্টিন, লিগ ও জাতীয় দল পরিকল্পনা সব কিছু বিবেচনা করেই আমাকে আগে নিয়ে আসার চেষ্টা তাদের।’
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কোচকে দ্রুত ফেরানোর ব্যাপারে ব্যাখ্যা দিলেন এই ভাবে, ‘আজ থেকে আমাদের লিগ শুরু হচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় দলের ক্যাম্প হবে। স্টেডিয়ামে থেকে কোচের খেলা দেখা প্রয়োজন দল বাছাইয়ের জন্য। ইংল্যান্ড থেকে আসলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। করোনা পরিস্থিতি ইংল্যান্ডে অবনতি হচ্ছে। এজন্য আমরা আর অপেক্ষা করতে চাইনি।’
বিজ্ঞাপন
১৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা। ১ মার্চ বঙ্গবন্ধু গোল্ডকাপের সম্ভাব্য সূচি। আর মার্চের ২৫ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচ। গত সপ্তাহে জেমি ডে’র সহকারি স্টুয়ার্ট ওয়াটকিস ঢাকায় পৌছান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ইংল্যান্ড থেকে আগতদের নির্দিষ্ট হোটেল ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। বাফুফে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সরকারের নির্দিষ্ট হোটেলে বাইরে গিয়ে বাফুফের নিকটস্থ হোটেলে ওয়াটকিসকে রেখেছে। জেমি ডে’র জন্যও করা হয়েছে একই ব্যবস্থা।
এজেড/এনইউ/এটি