সাকিবের ফেরা মিরাজের কাছে ‘বাড়তি পাওয়া’
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ/ফাইল ছবি
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সবচেয়ে বড় অস্ত্র সাকিব আল হাসান ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায়। দিনদুয়েক আগে সাইফউদ্দিন জানিয়েছিলেন, বিশ্বসেরা এই অলরাউন্ডারের ফেরা দলকে যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। এবার আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও একই সুরে কথা বললেন। জানালেন, সাকিবের ফেরাটা একটা ‘বাড়তি পাওয়া’।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশ ক্রিকেট। সে স্থবিরতা কাটিয়ে ঘরোয়া ক্রিকেট মাঠে ফিরলেও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। মাঝে শ্রীলঙ্কা সফর করা কথা থাকলেও নানান জটিলতায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই সিরিজ। এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ। দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। নিষেধাজ্ঞা কাটিয়ে এই অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। তার ফেরা বাড়তি পাওনা, বলছেন মিরাজ।
বিজ্ঞাপন
বুধবার দলীয় অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘অনেকদিন পর একসাথে হয়েছি এবং আমাদের সবাই খেলার জন্য মুখিয়ে আছি। বিশেষ করে আমাদের সাকিব ভাইও টিমে ফিরেছেন। এক বছর দলের বাইরে ছিলেন। করোনার জন্য দীর্ঘদিন খেলা হয়নি। এটা আমাদের বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট।’
দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ খেলা না হলেও দল হিসেবে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মিরাজ, ‘আমি মনে করি, আমাদের দল খুব ভালো একটা জায়গায় আছে। আমাদের সামনে যে সিরিজ আছে, ইনশাআল্লাহ আমরা সেখানে ভালো কিছু করতে পারবো।’
বিজ্ঞাপন
উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডের পর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার জন্য ঘোষিত প্রাথমিক দলে নাম আছে মিরাজের। তবে জাতীয় দলের এই অলরাউন্ডারের শেষ কয়েকটি সিরিজের পরিসংখ্যান সুখকর নয়। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে খেলা বলেই মিরাজ পাচ্ছেন খানিকটা বাড়তি আত্মবিশ্বাস।
মিরাজের ভাষায়, ‘শেষ তিন-চারটা আন্তর্জাতিক ম্যাচ কিন্তু আমি অতটা ভালো করতে পারিনি দেশের মাটিতে বা দেশের বাইরে। তবে আমি যে কয়টা ম্যাচ খেলেছি, আমার জন্য একটা আলাদা সুবিধা থাকবে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা। কারণ, আমি ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছি এর আগে।’
ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় পারফরম্যান্সটাও যেন ভালো হয়, সে চাওয়াটাও আছে মিরাজের। তিনি বলেন, ‘এখানে যদি ভালো করতে পারি, তাহলে নিজেকে ফেরানোর ভালো একটা সুযোগ পাবো। এই ভাবনাটাও একটা ভালো অনুভূতি যোগাবে। নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য জোর চেষ্টাটাই থাকবে। এবং দিনশেষে দলও যেন ভাল ফলাফল করে, সে ভাবনাটা তো থাকবেই!’
টিআইএস/এনইউ/এটি