মুশফিক-তামিমরা মাঠে, হোটেল বন্দি উইন্ডিজ
ছবি : বিসিবি
বৃহস্পতিবার কোনো ম্যাচ ছিল না বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের। দুই ম্যাচের মাঝের দিন অনুশীলনের সূচি ছিল দুই দলেরই। তবে আগের দিনই জানা গেছে, এদিন অনুশীলন করবেন না উইন্ডিজ ওয়ানডে দলের খেলোয়াড়রা। বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন থাকলেও মিরপুরের নেটে ঘাম ঝরালেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
দুপুর একটায় মিরপুরের অ্যাকাডেমি মাঠে হাজির উইন্ডিজ টেস্ট দলের খেলোয়াড়রা। শুরুতে রানিং আর ফিটনেস ট্রেনিংয়ের পর ব্যাট-বল নিয়ে নেমে পড়েন তারা। স্কিল ট্রেনিংয়ে বেশ মেজাজি ঢঙে নিজেরা নিজেদের মুখোমুখি হন। কয়েক ঘণ্টা ধরে চলে সেই অনুশীলন পর্ব। সেখানে নজর কাড়েন ক্যারিবীয় স্পিনাররা।
বিজ্ঞাপন
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে যে সফরকারীদের বড়সড় পরীক্ষা অপেক্ষা করছে, সেটি বেশ ভালোই জানা উইন্ডিজ দলের। সমানে টক্কর দিতে একঝাঁক তরুণ স্পিনার নিয়ে এসেছে ক্যারিবীয়রা। মিরপুরে উইন্ডিজ দলের অনুশীলন দেখতে আসা সাংবাদিকদের বড় একটি অংশের মুখে শোনা গেল, স্লো উইকেটে সফরকারী স্পিনারদের সামনে উল্টো পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশি ব্যাটসম্যানদের।
উইন্ডিজ টেস্ট দল অনুশীলনে নামলেও এদিন হোটেল থেকে বের হননি ওয়ানডে দলের সদস্যরা। আগের দিন ৬ উইকেটে বাংলাদেশের কাছে পরাজিত হওয়া সফরকারীদের সামনে সিরিজ হারের শঙ্কা। শুক্রবার দ্বিতীয় ম্যাচটি হারলে সিরিজ হার নিশ্চিত হবে তাদের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়েও বিশ্রামে তারা। ম্যাচের আগে নামেনি অনুশীলনে। অনেকে ধারনা করছেন, বাড়তি চাপ না নিতেই এমন সিদ্ধান্ত তাদের।
বিজ্ঞাপন
উইন্ডিজ ওয়ানডে দল অনুশীলনে না এলেও ঘাম ঝরিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের একাধিক ক্রিকেটার। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন ছিল টাইগারদের। এজন্য দুপুর ২টার দিকে মিরপুরে হাজির সাকিব, তামিম, মুশফিকরা। শুরু থেকেই ইনডোরের নেটে স্কিল ট্রেনিংয়ে নেমে পড়েন তারা।
বুধবার প্রথম ওয়ানডেতে বল হাতে আলো ছড়ালেও ব্যাটিংয়ে জুতসই ছন্দ খুঁজে পাননি সাকিব। এদিন তিনি বাড়তি মনোযোগ দিলেন ব্যাটিংয়ে। পাশের নেটেই তামিম অনুশীলন চালালেন স্পিনারদের বিপক্ষে। আগের দিন ম্যাচে স্পিনের বিপক্ষে বেশ ভুগতে হয়েছিল তাকে। আউট হয়েছিলেন স্পিন খেলতে গিয়ে। মুশফিক সামলালেন পেসারদের, তাকে বাউন্সারে কাবু করতে চাইলেন তাসকিন আহমেদ, সৌম্য সরকাররা। আগের ম্যাচে রান না পাওয়া লিটন দাসকে নিয়ে নেটে আলাদা কাজ করেন নয়া ব্যাটিং পরামর্শক জন লুইস।
তবে এই ঐচ্ছিক অনুশীলনে বাকিরা থাকলেও উপস্থিত ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিনরা। ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে এদিন অনুশীলনে নেমেছিলেন টেস্টের জন্য ডাক পাওয়া বাকি ক্রিকেটাররা।
টিআইএস/এমএইচ/এটি