চট্টগ্রাম আবাহনীর জয়ের নায়ক ব্রাজিলের নিক্সন
ছবি : সংগৃহীত
প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল চট্টগ্রাম আবাহনী। প্রথম ম্যাচে শেখ জামালের বিরুদ্ধে হারের পর বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে। দুই ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট তিন আর আরামবাগ টানা দুই হারে শূন্য।
ম্যাচের ত্রিশ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান নিক্সন গুলের্মে। নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউর ক্রসে ব্রাজিলিয়ান নিক্সন গুলের্মে জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন। প্রথম ম্যাচেও শেখ জামালের বিরুদ্ধে নিক্সন গোল করেছিলেন।
২৬ মিনিটেই লিড নিতে পারতো চট্টগ্রাম আবাহনী। বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার।
রাকিবের ফ্লিক ক্রস বারে লেগে প্রতিহত হয়। এই আক্রমণেরও যোগানদাতা ছিলেন নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ। কোচ মারুফুল হকের শিষ্যরাই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল বেশি। চট্টগ্রাম আবাহনী একের পর এক আক্রমণ করতে থাকে। ম্যাচের ২ মিনিটে সতীর্থের ক্রস থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ পা ছোঁয়াতে পারেননি। আট মিনিট পর আরামবাগের নাইজেরিয়ান চিজোবা ক্রিস্টেফারের কোনাকোনি শট বারে লেগে ফিরে আসে।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে মাঠের আধিপত্য ধরে রেখে চট্টগ্রাম আবাহনী খেলতে থাকে। ৭২ মিনিটে চার্লস দিদিয়েরের বাকানো শট গোলকিপার কর্নারের বিনিময়ে রুখে দেন। সেই কর্নার থেকে চিনেদু ম্যাথিউয়ের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার রাসেল মুন্সি।
চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ উভয় দলের তৃতীয় ম্যাচ ২৪ জানুয়ারি রোবরার। আরামবাগ ২৪ জানুয়ারি নিজেদের হোম ভেন্যু মুন্সিগঞ্জে প্রথম ম্যাচ খেলবে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। একই দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে মোকাবেলা করবে চট্টগ্রাম আবাহনী।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ/এটি