ছবি : ইএসপিএন ক্রিকইনফো

বয়স মাত্র ১৯। খেলছেন নিজের প্রথম ম্যাচ। ৯ বল থেকে পারেননি কোন রান। চাপ ঘিরে ধরেছিল রহমানউল্লাহ গুরবাজকে। কিন্তু তিনি সেটা কমালেন ছক্কা হাঁকিয়ে। ১২৭ বলে ১২৭ রান করে যখন সাজঘরে ফিরলেন, তার নামের পাশে অনেক রেকর্ড। 

আবুধাবিতে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে আফগানিস্তান। যেখানে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন গুরবাজ। আফগানদের হয়ে অভিষেকেই সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার তিনি। এছাড়া অভিষেকেই সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন গুরবাজ। 

২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে উসমান গনির ৭০ রান ছিল আফগানদের আগের সর্বোচ্চ।

ছক্কা হাঁকানোর রেকর্ডে কেবল আফগানিস্তানেরই নয়, বিশ্বরেকর্ডই গড়ে ফেলেছেন গুরবাজ। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে ভারতের নভজোত সিং সিধুর ৫ ছক্কা ছিল এতোদিন অভিষেকেই সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডের শীর্ষস্থানে। 

উইকেটরক্ষক হিসেবেও এই ম্যাচে রেকর্ড গড়েছেন এই আফগান। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের অপরাজিত ১১৫ রানের ইনিংসটি এতদিন ছিল অভিষিক্ত কোনো কিপার-ব্যাটসম্যানের একমাত্র সেঞ্চুরি। এখন সেটিকে ছাপিয়ে উইকেটরক্ষক হিসেবে ওয়ানডে অভিষেকেই সবচেয়ে বড় ইনিংসের রেকর্ড গুরবাজের। 

আরও একটি রেকর্ডও প্রায় নিজের করে নিয়েছিলেন গুরবাজ। শেষ পর্যন্ত অবশ্য পারেননি। ১৯৭৮ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডেসমন্ড হেইন্সের ১৪৮ রান করেন। অল্পের জন্য এই রেকর্ড ভাঙতে পারেননি গুরবাজ। 

এমএইচ/এটি