হাসান-মুস্তাফিজের প্রশংসায় গিবসন
ছবি : সংগৃহীত
বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়ে নিজেকে প্রমাণের খুব বেশি সুযোগ পাননি ওটিস গিবসন। করোনার কারণে দীর্ঘদিন নিজ দেশেই কাটিয়েছেন তিনি। করোনার ঝুঁকি থাকলেও আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছে বাংলাদেশ দল। সেখানে মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদের পারফরম্যান্সে সন্তুষ্ট দলের পেস বোলিং কোচ গিবসন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় লাল-সবুজের প্রতিনিধিদের। যেখানে জয়ের ভিত গড়ে দেন বোলাররা। পেস বিভাগে রুবেল হোসেন উইকেট শূন্য থাকলেও মাত্র ২০ রান খরচ করে ২ উইকেট তুলে নেন মুস্তাফিজ। অভিষিক্ত হাসান মাহমুদ গতির সাথে নিখুঁত লাইন আর সুইংয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানদের কাবু করে অভিষেকেই তুলে নেন ৩ উইকেট।
বিজ্ঞাপন
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষ মোটে একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞাত ছিল হাসানের। তবে তাকে নিয়ে দীর্ঘমেয়াদি ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। উইন্ডিজের বিপক্ষে ম্যাচে ডানহাতি এই পেসারের পারফরম্যান্সে সন্তুষ্ট গিবসন। তবে একেবারেই অবাক হননি তিনি।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় গিবসন বলেন, ‘সে (হাসান মাহমুদ) আমাকে একদমই অবাক করেনি। এজন্যই তাকে একাদশে রাখা হয়েছিল। কারণ আমরা তার উন্নতি দেখেছি। সে প্রায় গত ১২ মাস ধরেই আমাদের সাথে আছে। সে গত বছরের শুরুতে পাকিস্তানে ছিল। সে আমাদের সাথে আছে বেশ কিছু দিন হয়েছে এবং আমরা তার ভালোভাবেই উন্নতি হতে দেখেছি। সুতরাং এটি ভালো ছিল যে, সে তার সুযোগ পেয়েছে এবং অভিষেকেই তিন উইকেট তার পরিশ্রমের জন্য ভালো পুরষ্কার।’
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। উইকেটের সংখ্যা মোটে ২টি হলেও কাটারে দেখিয়েছেন পুরনো রূপ। একই সাথে বল ভেতরে ঢোকানোর কৌশলের বেশ সফল ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। প্রিয় শিষ্যর কব্জির ব্যবহার নিয়ে কাজ করেছেন গিবসন। জানালেন, সামনে আরো বিধ্বংসী রূপে দেখা যাবে মুস্তাফিজকে।
গিবসান বলেন, ‘সে (মুস্তাফিজ) অনেক পরিশ্রম করেছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। তার সাথে কাজ করা আনন্দদায়ক। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার। আমরা অনেক কিছু নিয়েই কাজ করেছি, তার কব্জির পজিশন নিয়ে।’
গিবসন আরও বলেন, ‘সে ইতোমধ্যে প্রমাণ করেছে যে সে তার কব্জির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি সে এখান থেকে আরও ভালো করবে এবং সামনের ম্যাচগুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করতে দেখবেন।’
টিআইএস/এমএইচ