বাংলাওয়াশের মিশনে চট্টগ্রামে সাকিব-তামিমরা
ছবি: ফেসবুক
প্রত্যাবর্তনটা বেশ রাজকীয় হলো বাংলাদেশ দলের। দীর্ঘ প্রায় সাড়ে ১০ মাস পর খেলতে নেমে সিরিজ জয় টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর দুই ম্যাচই জিতে নিয়েছে অধিনায়ক তামিম ইকবালের দল। প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের মিশনে তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে চট্টগ্রাম পৌঁছেছে টাইগার বাহিনী।
করোনার মধ্যে আন্তর্জাতিক সিরিজ। কোভিড-১৯ এর দোহায় দিয়ে বাংলাদেশ সফরে আসেননি ক্যারিবীয় মূল দলের একাধিক ক্রিকেটার। এজন্য তুলনামূলক শক্তিমত্তায় দ্বিতীয় সারির একটি দল নিয়ে লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে লড়তে এসেছে উইন্ডিজ। সিরিজের ফলটাও হয়েছে আশানুরূপ। শুরুর ম্যাচে ৬ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
বিজ্ঞাপন
তৃতীয় ও শেষ ম্যাচে ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নামবে দুই দল বাংলাদেশ ও উইন্ডিজ। টাইগারদের লক্ষ্য যেখানে শেষ ওয়ানডে জিতে ক্যারিবীয়দের ধবলধোলাই করা, সেখানে সফরকারীদের লক্ষ্য ম্যাচটি জিতে লজ্জা এড়ানো। নাহয় যে খালি হাতেই দেশে ফিরতে হবে জেসন মোহাম্মদদের।
সিরিজের শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের চহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাগরিকার পাড়ে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়। এই ম্যাচটি খেলতে এরই মধ্যে মূল ভেন্যু চট্টগ্রামে পৌঁছে গেছে বাংলাদেশ দল। দুপুর ১২টায় বিমান যোগে রওয়ানা করে বেলা পৌনে একটায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।
বিজ্ঞাপন
একই বিমানে বাংলাদেশে দলের সঙ্গে চট্টগ্রামে পৌঁছেছেন উইন্ডিজ দলের খেলোয়াররা। ওয়ানডে দলের পাশাপাশি ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে চট্টগ্রাম গেছেন টেস্ট দলের খেলোয়াড়রাও।
টিআইএস/এনইউ/এটি