রিয়ালকে না বললেন এমবাপে?
কিলিয়ান এমবাপে/ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেয়া নিয়ে গুঞ্জন চলছে শেষ দুই বছর ধরেই। তবে সেসবের পরিধি কেবল গুঞ্জন পর্যন্তই। তার প্রমাণ আরও একবার দিলেন ফরাসি এই ফরোয়ার্ড। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানালেন বড় সময়ের জন্য পিএসজিই হবে তার ঠিকানা। ফলে রিয়াল তো বটেই, আপাতত অন্য কোনো ইউরোপীয় পরাশক্তিদের ডেরায় পাড়ি জমানোর সম্ভাবনাকেও কার্যত না বলে দিলেন এমবাপে।
ফরাসি তারকার বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সালের জুন মাস পর্যন্ত। চুক্তির দেড় বছর বাকি থাকলেও চুক্তি নবায়নের আলোচনা তেমন উঠেই আসছে না ইউরোপীয় সংবাদ মাধ্যমে। তাই পিএসজির ছাড়ার গুঞ্জনও মাথাচাড়া দিয়ে উঠছিল বেশ।
বিজ্ঞাপন
সেসব গুঞ্জন উড়িয়ে দিলেন এমবাপে। তবে একটা শর্তও রেখে দিয়েছেন পিএসজির জন্য। একটা ‘প্রকল্প’ খুঁজে বের করার শর্ত। সম্প্রতি মঁপেলিয়েঁর বিপক্ষে জোড়া গোল করার পর সংবাদ সম্মেলনে এমবাপে বলেন, ‘ক্লাবের সঙ্গে একটা প্রকল্প খুঁজে পাওয়া নিয়ে আলোচনা চলছে এখন। আমি এটা নিয়ে ভাবছি। কারণ আমি চিন্তা করি, যদি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করিই আমি, সেটা হবে বড় সময়ের জন্যই।’
তবে ‘প্রকল্প’ খুঁজে পাওয়ার আগেও যে পিএসজিতে অসুখী আছেন, ব্যাপারটা মোটেও তেমন কিছু নয়। ফরাসি তারকার ভাষ্য, ‘আমি এখানে খুশি আছি, যেমনটা সবসময় ছিলাম। এখানকার ভক্ত-সমর্থকরা, ক্লাব কর্তৃপক্ষ, সবাই আমাকে সাহায্য করেছে। এ কারণে আমি ক্লাবের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব।’
পিএসজির হয়ে নতুন চুক্তির ইঙ্গিত দিলেও ইউরোপীয় অন্য কোনো পরাশক্তিদের হয়ে খেলার সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেননি তিনি। জানালেন, ‘কিন্তু আমি আসন্ন বছরগুলোয় কী করতে চাই, কোথায় থাকতে চাই তা নিয়ে ভাবতে চাই।’
বিজ্ঞাপন
তবে সব প্রশ্নের উত্তর আসছে শিগগিরই, জানালেন পিএসজি ফরোয়ার্ড। বললেন, ‘শিগগিরই আমাদেরকে একটি সিদ্ধান্তে পৌঁছুতে হবে। কিন্তু এখন আমি এ নিয়ে ভাবছি। যদি আমার কাছে উত্তর থাকত, তাহলে আমি আজই বলে দিতাম। শিগগিরই সিদ্ধান্তে পৌঁছুতে হবে সময় বাঁচানোর জন্যে নয়, গভীর চিন্তার জন্য।’
শেষে আরও একবার জানালেন, পিএসজিতে তার চুক্তি নবায়নটা হবে বড় সময়ের জন্যই। ২০১৮ বিশ্বকাপের সেরা উদীয়মান এই তারকার ভাষ্য, ‘অনিচ্ছুক হয়ে চুক্তি সাক্ষর করে আমি এক বছর পর চলে যেতে চাই না। যদি এখানে চুক্তি নবায়ন করেই ফেলি, তাহলে সেটা হবে বড় সময়ের জন্যেই। সেটা গভীর চিন্তারই ফল হবে।’
এনইউএটি