ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়েছে। হয়ে গেছে সিরিজ জেতাও। তবে ওয়ানডে সুপার লিগের ম্যাচ বলেই সুতোয় ঢিল দেয়ার সুযোগ নেই। ফলে সিরিজের শেষ ওয়ানডেতে আজ উইন্ডিজকে ধবলধোলাইয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে তামিম ইকবালের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান এই ম্যাচের লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট

হোয়াইট ওয়াশ উইন্ডিজ

আগের দুই ওয়ানডেতে আগে ব্যাট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। করতে পারেনি দেড়শ রানও। তৃতীয় ওয়ানডেতে সেটা পার করতে পারলেও ঠেকাতে পারেনি হোয়াইট ওয়াশ। তাদের ১২০ রানে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলেছে বাংলাদেশ।

সাইফের জোড়া আঘাতে কোণঠাসা উইন্ডিজ

লক্ষ্য প্রায় তিনশ। ওয়েস্ট ইন্ডিজের ১০০ রান করতেই লেগে গেল অর্ধেকের বেশি ওভার। প্রথমে মুস্তাফিজুর রহমান আর পরে মোহাম্মদ সাইফ উদ্দিনের জোড়া আঘাতে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা। ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান।

শেষ থেকে শুরু মিরাজের

আগের ম্যাচে করেছিলেন ক্যারিয়ার সেরা বোলিং। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। সেখান থেকেই যেন তৃতীয় ওয়ানডে শুরু করলেন মেহেদি হাসান মিরাজ। নিজের তৃতীয় ওভারেই পেয়েছেন উইকেট। ২৩ বলে ১১ রান করা কাইল মায়ারসকে সাজঘরে ফিরিয়েছেন এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে।

শুরুতেই মুস্তাফিজের আঘাত

আগের দুই ম্যাচে দেড়শর নিচেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে লক্ষ্যটা প্রায় তিনশ ছোঁয়া। আগের দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও শুরুটা ভালো হলো না সফরকারীদের। দলীয় ৭ রানেই সাজঘরে ফিরেছেন কেজোরান অটলি। গুড লেন্থে পরা অফ সুইংয়ের বল তার ব্যাটে আলতো ছোঁয়া লেগে চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। ৮ বলে ১ রান করে আউট হন ওটলি।  

শেষের ঝড়ে বড় সংগ্রহ বাংলাদেশের

৪০ ওভার শেষেও বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯৭। সেখান থেকে শেষটা দারুণ হয়েছে তামিমদের। মুশফিক আর মাহমুদউল্লাহর ঝড়ে শেষ দশ ওভারে দল তুলেছে ১০০ রান। ৫০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান।

পঞ্চাশ মাহমুদউল্লাহরও

তামিম, সাকিব, মুশফিকদের সবাই এদিন পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। ইনিংসের শেষ ওভারে এসে সে তালিকায় নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তিনজনের চেয়ে দ্রুত সময়ে (৪০ বলে) ৫০ ছুঁয়েছেন তিনি। তার ঝড়ো ইনিংসের সুবাদে বড় সংগ্রহের পথে বাংলাদেশ।

অর্ধশতকের পর ঝড়, এবং আউট মুশফিক

পঞ্চাশ ছুঁয়েছিলেন প্রায় ১০০ স্ট্রাইক রেট নিয়ে। এরপরই রানের চাকায় গতি বাড়াতে স্লগ করা শুরু করেন মুশফিক। সফলতা পেয়েছিলেনও বৈকি! ৫০ ছোঁয়ার পর মেরেছেন একটি করে চার ও ছয়। তবে গতি বাড়ানোর চেষ্টাতেই খোয়ালেন উইকেটটা। রেইফারের অফসাইডের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ধরা পড়েন আলজারি জোসেফের হাতে।

অর্ধশতকের পর ফিরলেন সাকিব

একটু আগেই অর্ধশতক ছুঁয়েছিলেন সাকিব। এরপর রায়মন রেইফারের গুডলেন্থের স্লোয়ার পড়তে ভুল করেন তিনি, ব্যাট-প্যাডের ফাঁক গলে ভাঙে উইকেট। ৮১ বলে ৫১ রান করে ফিরছেন সাকিব। বাংলাদেশ ১৭৯-৪, ৩৬.৪ ওভারে।

ফিরলেন তামিম

আলজারি জোসেফের শর্ট বল পুল করে সীমানাছাড়া করতে চেয়েছিলেন তামিম। ব্যাটে-বলে হলো না, লেগ সাইডে বৃত্তের ভেতর থাকা আকিল হোসেইনের হাতে ক্যাচ দিয়ে ৬৪ রানে ফিরলেন স্বাগতিক অধিনায়ক। ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩১-৩।

সাকিব-তামিম জুটির অর্ধশতক

লিটন-শান্তকে অল্পেতেই হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে সাকিব আল হাসান আর তামিম ইকবালের জুটিতে সে ধাক্কা সামলেছে স্বাগতিকরা। দু’জনের জুটির অর্ধশতকও পূর্ণ হয়েছে। তামিম ৪১ আর সাকিব ১৯ রানে অপরাজিত আছেন।

সাকিবের ৬০০০

প্যাডে কেওন হার্ডিংয়ের করা বলটা ফাইনলেগ দিয়ে সীমানা ছাড়া করলেন সাকিব। সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন দেশের মাটিতে ৬০০০তম রানের দেখা। বাংলাদেশে তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে আছে ৩৩৮টি আন্তর্জাতিক উইকেটও।

ফের ব্যর্থ শান্ত, চাপে বাংলাদেশ

কিছুতেই সুযোগ কাজে লাগাতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। ঢাকার পর চট্টগ্রামেও ব্যর্থ তিনি। সাকিব আল হাসানের জায়গায় তিনে খেলতে নেমে কথা বলছে না তার ব্যাট। সম্ভাবনা জাগিয়ে ফিরে গেলেন শান্ত ২০ রানে। বাংলাদেশ ৩৮-২, ৮.৪ ওভারে।

কাইল মেয়ার্সের ইনসুইং বল ব্যাটে ছোঁয়াতে পারেন নি শান্ত। আম্পায়ার এলবিডিব্লউর আবেদনে সাড়া দিলে রিভিউ নেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ৩০ বলে শান্ত ২০ রান তুলে আউট। আগের দুই ম্যাচে করেন ১ ও ১৭ রান।

শুরুতেই ফিরলেন লিটন

আলজারি জোসেফের ফুলার লেন্থের বল গিয়ে আঘাত হানলো লিটন দাসের প্যাডে। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরলেন বাংলাদেশ ওপেনার। শুরুতেই ধাক্কা স্বাগতিকদের। বাংলাদেশ ১/১।

দুই পরিবর্তন নিয়ে নামছে সফরকারীরাও

তৃতীয় ওয়ানডের একাদশে নেই জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি। এই দুই ক্রিকেটারের জায়গায় দলে উইকেট কিপার জামার হ্যামিলটন ও কিয়ন হার্ডিং। ক্যারিবীয়দের হয়ে অভিষেক হচ্ছে দুজনেরই।

উইন্ডিজ দল:

জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, এনক্রুমাহ বোনার, জামার হ্যামিলটন, কিয়ন হার্ডিং, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রায়মন রেইফার।

ফিরলেন তাসকিন, সাইফ; বিশ্রামে রুবেল, হাসান

সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। এবার বাংলাওয়াশের মিশন। যেখানে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ বিশ্রামে। তাদের জায়গায় একাদশে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অধিনায়ক তামিম ইকবাল টানা দ্বিতীয় ম্যাচে হারলেন টসে। এবার উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ টসে জিতে বেছে নিলেন ফিল্ডিং।