নয়্যারের রেকর্ডের দিনে বায়ার্নের বড় জয়
কানকে ছাড়িয়ে নয়্যার/ছবি: সংগৃহীত
শালকে ০ ৪ বায়ার্ন মিউনিখ
মুলার ৩৩, ৮৮
লেভান্ডভস্কি ৫৪
আলাবা ৯০
বুন্ডেসলিগায় সবচেয়ে বেশি ম্যাচে গোল হজম না করার রেকর্ডটা এতদিন ছিল কিংবদন্তি অলিভার কানের। সে রেকর্ডে অবশেষে ভাগ বসিয়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। শালকের বিপক্ষে নিজে ‘ক্লিনশিট’ রেখেছেন, দলও থমাস মুলারের জোড়া গোলের কল্যাণে পেয়েছে ৪-০ গোলের বড় জয়।
বিজ্ঞাপন
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে কোচ হ্যান্সি ফ্লিকের বায়ার্ন এগিয়ে যায় ম্যাচের ৩৩ মিনিটে। জশুয়া কিমিখের যোগান থেকে গোলটি করেন থমাস মুলার। প্রথমার্ধে বলের দখলে পিছিয়ে থাকলেও বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিল স্বাগতিক শালকে, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতা গোল পেতে দেয়নি দলটিকে।
দ্বিতীয়ার্ধে আবারও কিমিখের যোগান। এবার গোলদাতা রবার্ট লেভান্ডভস্কি। কিমিখের থ্রু প্রতিপক্ষ বিপদসীমার ডান প্রান্তে থাকা পোলিশ স্ট্রাইকারকে খুঁজে নেয়, ডান পায়ের দারুণ শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন লেভা। চলতি মৌসুমে ২৩ গোল নিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শ্যুর দৌড়ে সবার চেয়ে অনেকটাই এগিয়ে আছেন তিনি।
বিজ্ঞাপন
মুলারের কল্যাণে ব্যবধান বাড়ে বায়ার্নের। ৮৮ মিনিটে অনেকটা প্রথম গোলের মতোই কিমিখের ক্রসে মাথা ছুঁইয়ে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড। ৯০ মিনিটে ডেভিড আলাবার দূরপাল্লার শটে ৪-০ ব্যবধানের বড় জয় পায় বায়ার্ন।
এ ম্যাচে গোল হজম না করায় নয়্যারের ক্যারিয়ারে ‘ক্লিনশিটের’ সংখ্যা দাঁড়াল ১৯৬-এ। ফলে ভাগ বসানো হয়ে গেছে অলিভার কানের বুন্ডেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডেও। তবে ম্যাচের হিসেবে কানের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছেন নয়্যার। জার্মান কিংবদন্তির যেখানে ১৯৬টি ক্লিনশিট রাখতে সময় লেগেছিল ৫৫৭ ম্যাচ, সেখানে নয়্যার সে রেকর্ডে ভাগ বসিয়েছেন ১৩৪ ম্যাচ কম খেলেই!
এনইউ