চট্টগ্রামে উৎসবের মাঝেও বিষাদের সুর
ছবি: ঢাকা পোস্ট
৩০০ দিনের অধিক সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন বাংলাদেশ দলের। ফিরেই বাজিমাত টাইগারদের। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর ২ ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে দুই দলই চট্টগ্রামে। দীর্ঘদিন পর সাগরিকায় আন্তর্জাতিক ম্যাচ, এজন্য বন্দরনগরীতে যতটা না উৎসবের আমেজ, তার থেকে ঢের বেশি বিষাদ জমেছে সমর্থকদের মনে।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ দেশের প্রতিযোগিতামূলক সব ধরণের ক্রিকেট। এরপর অবশ্য খেলা ফিরলেও সেটি কেবলই ঢাকা মুখি। ঘরোয়া টুর্নামেন্টের দুই আসর বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মেলা বসেছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর প্রায় সাড়ে ১০ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে টাইগাররা। প্রতিপক্ষ উইন্ডিজ দল। সেখানে ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হওয়া সিরিজের শুরুর দুই ম্যাচ হয়েছে মিরপুরে।
বিজ্ঞাপন
ঢাকার গণ্ডি পেরিয়ে এবার চট্টগ্রামে বাংলাদেশ দল। সোমবার ক্যারিবীয়দের বিপক্ষে ধবলধোলাইয়ের মিশনে মাঠে নেমেছে অধিনায়ক তামিম ইকবালের দল। খেলা শুরু হয়েছে বাংলাদশ সময় বেলা সাড়ে ১১টায়। সময়ের হিসেবে দীর্ঘ ১৬ মাসের বেশি সময় পর চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। সবশেষ ২০১৯ সালে সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে সাগরিকার পাড়ে খেলতে নেমেছিল টাইগাররা।
ওয়ানডের হিসেব কষলে চট্টগ্রামের আক্ষেপ আরো বেশি। ২০১৮ সালের ২৬ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ ২৭ মাস পর আবার পঞ্চাশ ওভারের ফরম্যাট ফিরেছে চট্টগ্রামে।
বিজ্ঞাপন
এদিকে সাকিব আল হাসান হাসান, তামিম ইকবালরা যখন মাঠে নেমেছেন, তখন পুরো চট্টগ্রাম জুড়ে নির্বাচনী আমেজ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা বন্দরনগরী। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের হয়ে প্রচারণায় নেমেছেন মিডিয়া জগতের একাধিক তারকা। চট্টগ্রাম শহরের এগলি, ওগলি খোলা ট্রাকের মাথায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন রিয়াজ, অপু বিশ্বাস, সুইটিদের মতো মিডিয়া তারকারা।
সেসব দেখেও মন ভালো নেই চট্টগ্রামবাসীর। প্রিয় বাংলাদেশ দল এতোদিন পর চট্টগ্রামে খেলতে নেমেছে, ঘরের ছেলে তামিম ইকবাল ব্যাট হাতে নেমেছনে, অথচ গ্যালারিতে কোনো উন্মাদনা নেই, পুরো গ্যালারি ফাঁকা পড়ে আছে, সেখানে দর্শক প্রবেশের অনুমতি নেই। মূলত করোনার কারণেই এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঝুঁকি নিয়ে দর্শক ফেরাতে চায় না টাইগার বোর্ড।
দর্শক না ফেরালেও কিছু সংখ্যক আমন্ত্রিত অতিথি সুযোগ পাবেন মাঠে বসে খেলা দেখার। যেটি দেখা গেছে মিরপুরের মাঠেও। চট্টগ্রামে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ, এজন্য অতিথিরাও বেশ উৎফুল্ল। তবে জেলা ক্রীড়া সংস্থা সর্বসাকুল্য ২০০ আমন্ত্রিত কার্ড পেয়েছে বিসিবির থেকে। এই সামান্য আমন্ত্রণ পত্রের থেকে চাহিদা ঢের বেশি।
মাঠে বসে খেলা না দেখার বিষাদ ছুঁয়ে যাচ্ছে সাধারণ সমর্থকদেরও। ম্যাচ শুরুর আগে অনেকেই ভিড় জমিয়েছেন স্টেডিয়ামে প্রধান ফটকের সামনে। সেখানেও অবশ্য দাঁড়ানোর সুযোগ নেই তাদের। সুরক্ষা বলয়ের জন্য সেখান থেকে নিরাপত্তা কর্মীরা সরিয়ে দিচ্ছেন সমর্থকদের। সবেমিলে চট্টগ্রামে উৎসবের মধ্যেও বিষাদের সুর বয়ে চলেছে।
টিআইএস/এনইউ/এটি