ছবি: সংগৃহীত

নতুন এক উচ্চতায় পা রাখলেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন এই উইকেটকিপার ব্যাটসম্যানের। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে একাদশে জায়গা পেতেই টপকে যা মাশরাফি বিন মর্তুজাকে।

ঢাকায় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই মাশরাফিকে ছাড়িয়ে যান মুশফিক। তৃতীয় ম্যাচে ম্যাশকে ছাড়িয়ে আরেকটি রেকর্ড নিজের করে নেন এই তারকা ক্রিকেটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে এসে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি। 

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এখন সবোচ্চ ওয়ানডের মালিক মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার ২২১তম ওয়ানডেতে নেমেছেন এই কিংবদন্তি। বাংলাদেশের হয়ে ২১৮ ম্যাচ খেলেছেন মাশরাফি। তবে ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি।

ঢাকায় সিরিজের প্রথম ম্যাচে দেশের হয়ে মাশরাফির ২১৮ ম্যাচের রেকর্ড টপকে যান মুশফিক। ঢাকায় সিরিজ জয়ের পর গত শুক্রবার ড্রেসিং রুমে কেক কেটে সতীর্থদের সঙ্গে অর্জনের আনন্দ ভাগাভাগি করে নেন মুশফিক। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কাটে আনন্দমুখর সময়। 

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে মুশফিক লিখেন, ‘আমার সব সতীর্থকে ধন্যবাদ এভাবে চমৎকার আয়োজনে আমাকে শুভেচ্ছা জানানোয়। কিংবদন্তি মাশরাফি ভাইকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার জন্য এ আয়োজন।’

এটি/এনইউ