ছবি : সংগৃহীত

তুলনামূলক খর্বশক্তির এক দল নিয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ বেশ দাপটের সঙ্গে জিতেছে টাইগাররা। তিন বিভাগেই একক আধিপত্য অধিনায়ক তামিম ইকবালের দলের। তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন তামিম। উন্নতির আরও জায়গা দেখছেন তিনি।

পুরো সিরিজে তিন ম্যাচে সর্বমোট ৬ ইনিংস ব্যাটিং হয়েছে। সিরিজে নেই কোনো শতক। উইন্ডিজ দলের কোনো ব্যাটসম্যান একটি অর্ধশতকও হাঁকাতে পারেননি। বাংলাদেশের ৩ ইনিংসে ফিফটি এসেছে ৫টি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে বেশ ভালো সুযোগ পেয়েছিলেন তামিম। চাইলে নিজের ৫১ রানের ইনিংসটিকে তিন অঙ্কে রূপ দিতে পারতেন সাকিব আল হাসানও। শেষ পর্যন্ত দাপট দেখিয়ে সিরিজ জিতলেও এই আক্ষেপগুলো পুড়িয়েছে অধিনায়ক তামিমকে।

ম্যাচশেষে এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘একটা জিনিস দেখেন ক্রিকেটে উন্নতির জায়গা সবসময়ই থেকে যায়। আজকে একটা সুযোগ ছিলো আমাদের দুইজনের মধ্যে একজনের সেঞ্চুরি করার। এগুলা যদি হতো, তাইলে পরিপূর্ণ খেলা বলতে পারতাম। আমি ৬৪ করে আউট হয়ে গেলাম, সাকিব ৫০ (৫১) করে আউট হয়ে গেল, মুশফিক দেরিতে আসায় ওর হাতে হয়তো ওতো ওভার ছিল না। এসব যদি এখন আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে বিদেশে এগুলো সাহায্য করবে।’

তবে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আক্ষেপ থাকলেও দলীয় পারফরম্যান্স নিয়ে খুশি তামিম। এই সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের যাত্রা শুরু করলেন তিনি। শুরুতেই বাজিমাত তার। ওয়ানডে সুপার লিগের ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘যেভাবে আমরা ক্রিকেট খেলেছি, খুব ভালো ছিল। সত্যি কথা বলতে মূল যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, ভালো করার যে ক্ষুধাটা ড্রেসিং রুমে ছিলো, তা তিন ম্যাচেই ছিল। এমন হয়নি যে গত দুই ম্যাচ জিতে যাওয়ার পরে আজ (সোমবার) দলের কেউ তেমন রিলাক্সে ছিল এমন কিছু না।’

টাইগার দলপতি আরও জানান, ‘আমরা জানতাম যে এখন পয়েন্ট সিস্টেম। আমাদের কোয়ালিফাইং খেলতে হবে কি হবে না এটা নিয়ে একটা ইস্যু থাকে। তাই প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। সব ওয়ানডে ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। তাই যে ক্ষুধা ছিলো, আমি খুব খুশি।’

টিআইএস/এমএইচ