ছবি : বিসিবি

অবশেষে চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এই সিরিজ দিয়ে করোনা মহামারির পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ। 

আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর তিনদিন রুমে বন্দি থাকবে তারা। সাত দিনের কোয়ারেন্টাইনের বাকি সময়ে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন জেসন হোল্ডাররা। 

২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এই ম্যাচের মধ্যে দিয়ে ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে। 

তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে আবারও ঢাকায় ফিরবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

১০ জানুয়ারি, ওয়েস্ট ইন্ডিজ দল আসবে
১৮ জানুয়ারি, একদিনের প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি)
২০ জানুয়ারি, প্রথম ওয়ানডে (ঢাকা)
২২ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে (ঢাকা)

২৫ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে (চট্টগ্রাম)
২৮-৩১ জানুয়ারি, ৪দিনের প্রস্তুতি ম্যাচ (চট্টগ্রাম)
৩-৭ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট (চট্টগ্রাম)
১১-১৫ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট (ঢাকা)

এমএইচ