বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর শুরু হবে আগামী ২১ জানুয়ারি। স্টেডিয়ামে বসে খেলার দেখার সুযোগ পাবেন সমর্থকরা। পাকিস্তান সিরিজে পঞ্চাশ শতাংশ দর্শক গ্যালারিতে বসার সুযোগ পেয়েছিল। সে সংখ্যা বাড়তে পারে বিপিএলে। সঙ্গে এবারের বিপিএল সরাসরি দেখা যাবে দুটি টেলিভিশন চ্যানেলে। আগামীকাল সোমবার (২৭ ডিসেম্বর) প্লেয়ার্স ড্রাফটও দেখানো হবে সরাসরি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ড্রাফট শুরু হবে দুপুর ১২টায়। টি স্পোর্টস এবং গাজি টিভি সরাসরি দেখাবে এই লাইভ অনুষ্ঠান।

এর আগে বিপিএল সম্প্রচার নিয়ে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ইতোমধ্যে এই সংস্করণের সম্প্রচার স্বত্ব দেওয়া আছে। আশা করছি দুটি চ্যানেল খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।’ নাম না বললেও জানা গেছে চ্যানেল দুটি  টি স্পোর্টস এবং গাজি টিভি।

এদিকে পাকিস্তান সিরিজ দিয়ে করোনা পরবর্তী দর্শক অনুমোদন দেয় বিসিবি। যেখানে প্রতিটি ম্যাচে বিক্রি হয়েছিলো দর্শক ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট। বিপিএলে অন্তত ৫০ শতাংশ থাকছে এটি নিশ্চিত, বিপিএল গভর্নিং কাউন্সিল সেটিকে বাড়াতেও পারে বলে জানান নিজামউদ্দিন।।

নিজামউদ্দিন বলেন, ‘এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পঞ্চাশ শতাংশ তো থাকবেই। হয়ত বাড়তে পারে। বিপিএল গভর্নিং কাউন্সিল এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। টুর্নামেন্ট শুরু হতে এখনও দুই সপ্তাহের বেশি সময় আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

টিআইএস