সেঞ্চুরিয়নে রাহুলের সেঞ্চুরিতে ভারতের দাপট
প্রথমে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ইনিংস উদ্বোধনে এসে গড়লেন দারুণ এক জুটি। পরে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা সাজঘরে ফিরলেও অন্য প্রান্তে অবিচল থাকলেন লোকেশ রাহুল। তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে দাপট দেখাচ্ছে সফরকারী ভারত।
ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইনিংস উদ্বোধনে এসে ১১৭ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। ৯ চারে ১২৩ বলে ৬০ রান করে লুঙ্গি এনগিদির বলে এলবিডব্লিইউ হয়ে মায়াঙ্ক ফিরলে এই জুটি ভাঙে।
বিজ্ঞাপন
এরপর একেবারে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরত যান চেতেশ্বর পূজারা। তাকেও তুলে নেন এনগিদি, ক্যাচ দেন পিটারসনের হাতে। এদিনও নিজের সেঞ্চুরির অপেক্ষা শেষ করতে পারেননি বিরাট কোহলি। ৯৪ বলে ৩৫ রান করে তিনিও শিকার হন এনগিদির।
অন্যদিকে সেঞ্চুরি পেয়ে যান লোকেশ রাহুল। মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। দিনশেষে অপরাজিত আছেন ১২২ রান করে। ৪০ রানে অপরাজিত আছেন কয়েক দিন আগে তার কাছে সহ অধিনায়কত্ব হারানো রাহানে।
বিজ্ঞাপন
এমএইচ