মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে জয়ের পরের তিন সেটে ২৬-২৪, ২৫-১৮, ২৫-২১ ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। 

এই টুর্নামেন্টে টানা দুই জয়ের পর প্রথম হারল বাংলাদেশ। নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় ৩-০ সেটে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয়ের পথেই ছিল। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩-১ সেটে হেরেছে বাংলাদেশ। 
 
প্রথম সেট জয়ের পরও হারের কারণ হিসেবে অধিনায়ক হরষিত বলেন, ‘আমি চোট নিয়ে খেলেছি। পুরোপুরি ফিট ছিলাম না, কিন্তু দলের প্রয়োজনে চোট নিয়েই খেলতে হয়েছে। আজকে ম্যাচটা জিততে পারলে আমাদের ফাইনাল নিশ্চিত হত, কিন্তু হেরেছি বলে কালকের ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে।’ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে উজবেকিস্তানের বিরুদ্ধে। 

অন্য দিকে মহিলা বিভাগে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে (২৫-৯, ২৫-১৪, ২৫-৯) হেরেছে বাংলাদেশে নারী ভলিবল দল। এ নিয়ে চার ম্যাচ হারল পান্না-ডলিরা। উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারের পর উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে মেয়েরা নেপালের কাছেও হারে ৩-০ সেটে।

এজেড/এমএইচ