আগামীকাল (সোমবার) ফেডারেশন কাপের দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে এ গ্রুপে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচ উত্তর বারিধারা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যে।
 
শেখ রাসেল ক্রীড়া চক্রকে আগামীকাল মাঠে আসতে হবে কি না বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। শেখ রাসেলের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বাফুফের বার্তার অপেক্ষায় রয়েছেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই প্রসঙ্গে বলেন, ‘উত্তর বারিধারা প্রথম ম্যাচে অংশগ্রহণ করেনি। সেই ম্যাচের বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা এই ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।’
 
বাফুফের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ব্যক্তিগত সফরে দেশের বাইরে রয়েছেন। সভাপতি দেশের বাইরে থাকায় বারিধারা ও কিংসের বিষয়ে সশরীরে সভা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ‘আমাদের ডিসিপ্লিনারি কোডে অনলাইন, সশরীর উভয় অপশন রয়েছে। আগামীকাল সন্ধ্যায় শেখ রাসেল-বারিধারা ম্যাচ। দুপুর নাগাদ এই ব্যাপারে ডিসিপ্লিনারি কমিটি তাদের সিদ্ধান্ত জানানোর কথা। এর পরপরই শেখ রাসেলকে আমরা জানিয়ে দেব।’ বলেন সাধারণ সম্পাদক।

ফেডারেশন কাপের বাইলজ অনুযায়ী কোনো দল ম্যাচ খেলতে না আসলে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে বিবেচিত হবে। সেই ম্যাচের ফল ও দলের শাস্তি নির্ধারণ করবে ডিসিপ্লিনারি কমিটি এমনটি বাইলজে উল্লেখ আছে।
 
এজেড/এমএইচ