বাংলাদেশের ইতিহাস গড়তে প্রয়োজন ৪০ রান
মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন দলের জয়ের ভিত তৈরি করে দেন এবাদত হোসেন। সেই ছন্দ আর আগ্রাসনের রিদম ধরে রেখে পঞ্চম দিনেও সাফল্যর দেখা পান এই পেসার। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট নিয়ে রীতিমত লণ্ডভণ্ড করে দেন প্রতিপক্ষের দুর্গ। তার সঙ্গে যোগ দেন পেসার তাসকিন আহমেদ। এতে কিউইদের ইনিংস গুটিয়ে যায় ১৬৯ রানে। ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৪০ রান।
ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। চতুর্থ দিনে ৫ উইকেট হারিয়ে কিইউদের সংগ্রহ ১৪৭ রান। ১৭ রানের লিড নিয়ে আজ (বুধবার) ম্যাচের পঞ্চম ও শেষ দিন শুরু করেন অপরাজিত দুই ব্যাটসম্যান রস টেলর এবং রাচিন রবীন্দ্র।
বিজ্ঞাপন
টেলর ৩৭ রান নিয়ে খেলতে নেমে এদিন সকালেই থামেন ব্যক্তিগত ৪০ রানে। ৬ রান নিয়ে ব্যাট করতে নামা রাচিন আউট হন ১৬ রান করে। বাংলাদেশের হয়ে এবাদত হোসেন নেন ক্যারিয়ার সর্বোচ্চ ৬ উইকেট। আগুনে বোলিংয়ে তাসকিনে দখলে ৩ উইকেট।
দিনের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন এবাদত। দ্বিতীয় বলেই কিউই ব্যাটসম্যান রস টেলরকে বোল্ড করলেন এই ডানহাতি পেসার। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে টেলরকে বিভ্রান্ত করে বোল্ড করেন এবাদত। বল শার্প সুইং করে আঘাত করে তার লেগ স্টাম্পে! এই উইকেট নিয়ে এবাদত ক্যারিয়ারে প্রথমবার পেলেন ৫ উইকেট। সঙ্গে প্রায় ৯ বছর পর বাংলাদেশের কোন পেসার ফাইফারের স্বাদ পেলেন।
বিজ্ঞাপন
টেলরকে ফেরানোর পর এবাদত নিজের দ্বিতীয় ওভারে পান আরও একটি সাফল্য। এবার তার শিকার কাইল জেমিনসন। অবশ্য এই উইকেটের জন্য শরিফুল ইসলামকে বাহবা দিতে হবে। মিড উইকেটে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন এই তরুণ খেলোয়াড়। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি জেমিসন।
পরে অন্যপ্রান্তে বল হাতে জ্বলে ওঠেন তাসকিন। দিনের পঞ্চম ও সপ্তম ওভারে তুলে নেন স্বাগতিকদের দুই ব্যাটসম্যানকে। এদিন তাসকিনের প্রথম শিকার আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রাচিন। তাকে বাধ্য করেন উইকেটের পিছনে ক্যাচ দিতে। পরে তুলে নেন টিম সাউদির উইকেট। সরাসরি বোল্ড হয়ে সাউদি ফেরেন খালি হাতে।
পরে শেষ উইকেট জুটিতে নেইল ওয়াগনারকে নিয়ে প্রতি প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ট্রেন্ট বোল্ড। আগ্রাসী ব্যাটিংয়ে দলের রান বাড়াতে চান। তবে সুফল মেলেনি। বোল্ড ৮ রান করে মিরাজের বলে আউট হলে ১৬৯ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে চোখ ধাঁধানো ক্যাচ নেন বদলি ফিল্ডার তাইজুল ইসলাম। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪০ রান।
টিআইএস/এসএসএইচ