ছবি : সংগৃহীত

স্টিভেন স্মিথ ব্যাট হাতে দিন দিন আরও হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। গড়ছেন অসংখ্য রেকর্ড। পাচ্ছেন অনেক পুরস্কারও। সে তালিকায় এবার যুক্ত হলো আরও একটি নতুন পদক। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। 

সতীর্থ পেসার প্যাট কামিন্সকে পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি। স্মিথ পেয়েছেন ১২৬টি ভোট। ১৪ ভোট কম পেয়েছেন কামিন্স। সতীর্থ, ম্যাচ অফিশিয়াল ও সাংবাদিকদের ভোটে এই পুরস্কার জিতেছেন তিনি।  

তৃতীয় বারের মতো এই অ্যালান বোর্ডার পুরস্কার জিতেছেন স্মিথ। স্মিথের সামনে এখন কেবল রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। সর্বোচ্চ চারবার করে এই পুরস্কার জিতেছেন তারা। 

বিবেচ্য সময়ে সব ফরম্যাট মিলিয়ে ৪৫.৭৫ গড়ে যেকোনো অস্ট্রেলিয়ানের পক্ষে সর্বোচ্চ ১০৯৮ রান করেছেন স্মিথ। ওয়ানডেতে ৬৩.১১ গড়ে ৫৬৮ রান করেছেন তিনি। এই সময়ে ২০.০৪ গড়ে ২১ উইকেট নিয়েছেন কামিন্স। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার না জিততে পারলেও টেস্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। বর্ষসেরা নারী খেলোয়াড় বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন বেথ মোনি।  

পুরস্কার পাওয়ার পর স্মিথ বলেন, ‘আমি কিছুটা অবাক। আমার মনে হয় না, এই গ্রীষ্মে টেস্টে খুব ভালো করেছি। আমার মনে হয়, এই সংস্করণেই সবচেয়ে বেশি ভোট আসে। গত বছরটা ওয়ানডেতে আমাদের ভালো কেটেছে। সেখানে অনেক ভোট পেয়েছি। তৃতীয়বার এই পুরস্কার জেতা সম্মানের।’

একনজরে অস্ট্রেলিয়ার বর্ষসেরা-

অ্যালান বোর্ডার পদক-স্টিভেন স্মিথ
বেলিন্ডা ক্লার্ক পুরস্কার- বেথ মোনি
বর্ষসেরা টেস্ট খেলোয়াড় (পুরুষ)- প্যাট কামিন্স
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় (পুরুষ)-স্টিভেন স্মিথ
বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় (পুরুষ)-অ্যাস্টন অ্যাগার
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় (নারী)- রিচেল হায়নেস
বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় (নারী)-বেথ মোনি

অস্ট্রেলিয়ান হল অফ ফেইম : জনি মোলাগ, মার্ভ হিউজ এবং লিসা স্টাহালেকার

এমএইচ/এটি