রুটের রেকর্ডে রান পাহাড়ে ইংল্যান্ড
ছবি : ইএসপিএন ক্রিকইনফো
শততম টেস্ট খেলতে নেমেছিলেন জো রুট। এর আগের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। এবার পেয়েছেন ডাবল সেঞ্চুরি। রুট রাজত্বে ফিরেছেন ভালোভাবেই। ভারতের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্টে তাতে রান পাহাড়ে চড়েছে তার দল ইংল্যান্ডও।
আগের দিন তিন উইকেট হারিয়ে ২৬৩ রানে দিনশেষ করেছিল ইংল্যান্ড। জো রুট তখন অপরাজিত ১২৮ রানে। দ্বিতীয় দিনে এসে দেড়শ পার করেই ছুঁয়েছিলেন অ্যালেস্টার কুককে। দুজনেরই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ পাঁচ বার করে দেড়শ পার হওয়া ইনিংস আছে।
বিজ্ঞাপন
রুট থেমে থাকেননি সেখানেই। করেছেন ডাবল সেঞ্চুরি। বনেছেন শততম টেস্টে দ্বিশতক পাওয়া প্রথম ক্রিকেটার। রুটের সঙ্গে দুর্দান্ত খেলছিলেন বেন স্টোকসও। স্ট্রোকের ফুলঝুঁড়ি ছুঁটিয়ে তিনি পেতে পারতেন সেঞ্চুরিও। কিন্তু শাহবাজ নাদিমের বলে তার ইনিংস থামে ১১৮ বলে ৮২ রানে।
এরপর ওলি পাপা, জশ বাটলার ও ডম বেসের ছোট ছোট ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। ১৯ চার ও ২ ছক্কায় ৩৭৭ বল খেলে ২১৮ রানে থেমেছে রুটের ইনিংস।
বিজ্ঞাপন
আট উইকেট হারিয়ে ৫৫৫ রানে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। ভারতের পক্ষে ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন ও শাহবাজ নাদিম পেয়েছেন দুইটি করে উইকেট।
এমএইচ/এটি