ছবি : ঢাকা পোস্ট/ আরাফাত জোবায়ের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে ঘুরে ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখছেন। ঢাকার বাইরে এবার তিনটি ভেন্যু কুমিল্লা, টঙ্গী ও মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ ভেন্যুতে শনিবারই প্রথম এসেছেন জেমি ডে। 

এখানে এসে জেমির প্রতিক্রিয়া, ‘কাল ( শুক্রবার) টঙ্গী গিয়েছিলাম। টঙ্গীর তুলনায় এ স্টেডিয়াম বড়। আয়তন বড় হলেও ঘাস স্বল্পতা রয়েছে এবং মাঠটি মনে হচ্ছে বেশি শক্ত।’ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার চার ভেন্যুতে হচ্ছে। এগুলোর মধ্যে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে এগিয়ে রাখলেন জাতীয় দলের কোচ, ‘আমি এবারের সবগুলো ভেন্যুতেই উপস্থিত হলাম। এর মধ্যে অবশ্যই কুমিল্লার ভেন্যু এক নম্বর এরপর বঙ্গবন্ধু স্টেডিয়াম। মুন্সিগঞ্জ ও টঙ্গীর অবস্থান এরপরে।’ 

কুমিল্লাকে এগিয়ে রাখার কারণ ব্যাখ্যা করলেন এভাবে, ‘মাঠের ঘাস, পরিচর্যা, গ্যালারি, দর্শক সব মিলিয়ে সেরা কুমিল্লা।’ মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামকে আরামবাগ ক্রীড়া সংঘ নিজেদের হোম ভেন্যু বানিয়েছে। অনেকটা তড়িঘড়ি করে মুন্সিগঞ্জের ভেন্যুর অনুমোদন দিয়েছে বাফুফে। মাঠের সব জায়গায় ঘাস নেই এখনো। স্টেডিয়ামে ধারণ ক্ষমতা হাজার দশেক হলেও দর্শক মাত্র ছিল একশ।’

ভেন্যু ছাড়াও ঢাকা পোস্টের সঙ্গে জাতীয় দল নিয়ে আলাপ করেছেন জেমি। মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য ভেন্যু এখনো ঠিক হয়নি। এ সম্পর্কে বলেন জেমি, ‘বাংলাদেশ হোমে খেলতে চায়। ফেডারেশন এএফসিকে সেটা জানিয়েছে। এএফসি হয়তো মধ্য জানুয়ারিতে জানাবে।’
 
আফগানিস্তান বাংলাদেশে এসে খেলতে রাজি না এ প্রসঙ্গে জেমি বলেন, ‘এটা খুব দুঃখজনক। বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্টে। ভারতের মাটিতে ১-১ গোলে ড্র। বাংলাদেশের অবশিষ্ট তিন ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ওমান, ভারত ও আফগানিস্তান।
 
এজেড/এমএইচ/এটি