রেকর্ড গড়ে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি
ছবি : সংগৃহীত
সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন জেমস ভিন্স। পাঁচ রানের জন্য শেষ পর্যন্ত করা হয়নি সেটা। তবে তাতে খুব বেশি ক্ষতি হয়নি সিডনি সিক্সার্সের। শনিবার সিডনি ক্রিকেট স্টেডিয়ামে পার্থ স্কর্চাসকে ২৭ রানে হারিয়ে বিগ ব্যাশের শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।
টানা দ্বিতীয় বারের মতো বিগ ব্যাশের শিরোপা ঘরে তুলেছে সিডনি। সব মিলিয়ে এটি তাদের তৃতীয় শিরোপা জয়। পার্থ স্কর্চারের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চবার শিরোপার মালিক এখন সিডনি।
বিজ্ঞাপন
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পার্থ। আগে ব্যাট করতে নেমে জশ ফিলিপের সঙ্গে ভালো শুরু করেন ভিন্স। কিন্তু দলীয় ২৮ রানে সাজঘরে ফেরত যান তিনি। ৮ বলে ৯ রান করে রান আউটে কাটা পড়েন তিনি।
অন্যপ্রান্তে ফিফটি হাঁকান ভিন্স। ১০ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ৯৫ রান করে মার্শের হাতে ক্যাচ তুলে দিয়ে ফাওয়াদ আলমের বলে সাজঘরে ফেরত যান তিনি। এরপর বেশ কয়েকটি ছোট ছোট ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে সিডনি। জয় রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই পান দুইটি করে উইকেট।
বিজ্ঞাপন
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান তুলেন পার্থের দুই ওপেনার কেমরন ব্যানক্রফট ও লিয়াম লিভিংস্টোন। কিন্তু এই দুইজনকেই সাজঘরে ফেরান বার্ড। ৪ চার ও ১ ছক্কায় ১৯ বলে ৩০ রান করে ব্যানক্রফট ও ৩ চার ও ২ছক্কায় ৩৫ বলে ৪৫ রান করে লিভিংস্টোন ফেরত যান।
এই দুইজনের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পার্থ। তৃতীয় সর্বোচ্চ ২৬ রান আসে অ্যারন হার্ডির ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে পার্থ।
এমএইচ/এটি