ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। সেখানে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের শুরুর ম্যাচে আবার ইনজুরিতে পড়েছেন এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছেড়েছেন সাকিব। এরপর আর ফেরেননি তিনি। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে কি পাওয়া যাবে তাকে? বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সে সিদ্ধান্ত না হলেও ঢাকা টেস্টে তার বিকল্প ভাবেনি টিম ম্যানেজমেন্ট।

আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকায় সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা। সেই টেস্টে কি পাওয়া যাবে সাকিবকে? তিনি না থাকলে তার পরিবর্তে কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট? চতুর্থ দিনের খেলা শেষে এমন প্রশ্নের জবাবে টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সাকিবের বিকল্প নিয়ে এখনই ভাবনা নেই তাদের।

ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন, ‘সাকিবের ঊরুর সমস্যার চিকিৎসা চলছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢাকা টেস্টে তাকে পাওয়া যাবে কিনা- এই সিদ্ধান্ত পর্যবেক্ষণ শেষে নেওয়া হবে। সাকিব যদি ঢাকায় না খেলে, তবে তার বদলী কে হবে- সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আপাতত চট্টগ্রাম টেস্টেই মনোযোগ রাখছি।’

গত ২৫ জানুয়ারি ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। পরে মাঠ থেকে উঠে যান তিনি। ব্যথা বাড়ায় আর ফেরেননি মাঠে। এরপর স্ক্যান করালে জানা যায়, ৩ ফেব্রুয়ারির প্রথম টেস্টে সাকিব খেলার সম্ভাবনা আছে। সে হিসেবেই পরিকল্পনা সাজায় টাইগার টিম ম্যানেজমেন্ট। সাকিব ফিরেছেন বটে, তবে আবার নতুন ইনজুরিতে পড়েছেন তিনি।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবার নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ঊরুতে ব্যথা পান সাকিব। এজন্য দ্বিতীয় দিনের পর তৃতীয় ও চতুর্থ দিনেও আর মাঠে নামা হয়নি সাকিবের। এই ম্যাচে তিনি যে আর ফিরবেন না, সেটি এক প্রকার নিশ্চিত। আপাতত ফিজিও তত্ত্বাবধায়নে আছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

টিআইএস/এটি/এমএইচ