আত্মবিশ্বাস ফেরাতে চান ব্রাজিলিয়ান কোচ সিলভা
ছবি : ঢাকা পোস্ট/ আরাফাত জোবায়ের
চোখেমুখে ভ্রমণ ক্লান্তি। এরপরও ফুটবলারের অনুপ্রেরণা দিচ্ছেন ব্রাজিলিয়ান কোচ দগলাস সিলভা। শেষ পর্যন্ত আরামবাগ সাইফের বিপক্ষে শূন্য হাতেই ফিরে।
ব্রাজিল থেকে ২৪ ঘন্টা ভ্রমণ করে আজ (শনিবার) সকালে ঢাকায় পৌঁছান আরামবাগের নতুন কোচ। সাও পাওলো থেকে কাতারে ট্রানজিট। কাতার থেকে ঢাকা পৌঁছান সিলভা।
ঢাকায় পৌঁছেই দুপুরে মুন্সিগঞ্জে আসেন। অ্যাক্রিডিটিয়েশন কার্ড না হওয়ায় ও শারীরিক ক্লান্তিতে ডাগ আউটে ছিলেন না সিলভা। ভিআইপি বক্স থেকে আরামবাগের ফুটবলারদের পর্যবেক্ষণ করেন। নিজ দলের ফুটবলার সম্পর্কে সিলভা বলেন, ‘আমার দল খারাপ নয়, ওদের আত্মবিশ্বাস কম। মানসিকতার পরিবর্তন আনাই আমার মূল কাজ।’
বিজ্ঞাপন
পাঁচ ম্যাচের মধ্যে আজই (শনিবার) প্রথম গোল পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। এই গোল থেকেই ঘুরে দাঁড়াতে চায় নতুন কোচ, ‘আগের ম্যাচে তারা আত্মবিশ্বাসী ছিল না। এজন্য গোল করতে পারেনি। এই ম্যাচে গোলের মাধ্যমে ফুটবলাররা আত্মবিশ্বাস অর্জন করল। সাইফের বিরুদ্ধে আমার ছেলেরা খারাপ খেলেনি।’
লিগে পাঁচ ম্যাচে এক পয়েন্টও নেই। রেলিগেশন জোনে আরামবাগ। এরপরও চ্যালেঞ্জ নেয়ার কারণ বললেন ব্রাজিলিয়ান কোচ, ‘আমার প্রথম লক্ষ্য রেলিগেশন এড়ানো। পাঁচ ম্যাচ পরেই আশা করি পরিবর্তন দেখতে পাবেন।’ এই আত্মবিশ্বাসের কারণ তিনি ভারতীয় উপমহাদেশে দশ বছরের বেশি খেলেছেন এবং কয়েক বছর কোচিং করিয়েছেন। গত বছর আই লিগের ক্লাব তারাউ এফসির কোচ ছিলেন সিলভা।
বিজ্ঞাপন
তিনি স্থলাভিষিক্ত হয়েছেন ভারতের সুব্রত ব্যানার্জির জায়গায়। সুব্রত যেখানে ব্যর্থ সেখানে সিলভার আত্মবিশ্বাস বাস্তবতা অর্থে কতটুকু সমর্থন যোগ্য এই প্রসঙ্গে সিলভা বলেন, ‘আগে কে কি করেছেন সেটা নিয়ে আমি ভাবছি না। আমি কি করতে পারব সেটা আমি করে দেখাতে চাই।’
আরামবাগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এজাজ নতুন কোচ নিয়ে আশাবাদী, ‘ক্লাব কতৃপক্ষ অনেক বিষয় বিবেচনা করেই তাকে এনেছে। আশা করা যায় সে আমাদের সাফল্যের পথে নিয়ে আসবে।’ আরামবাগের সঙ্গে লিগের অবশিষ্ট ম্যাচ পর্যন্ত সিলভার চুক্তি।
আরামবাগের পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের বিপক্ষে। আগামীকাল রোববার থেকে সিলভার অধীনে অনুশীলন করবে আরামবাগের ফুটবলাররা।
এজেড/এমএইচ