গোল করে উদযাপনে সাইফ ফুটবলাররা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শনিবার মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘ ২-৩ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছে। এই ম্যাচের আগে চার ম্যাচ খেলে কোন গোলই করতে পারেনি আরামবাগ। এই ম্যাচেই প্রথম গোলের দেখা পেয়েছে তারা। তবুও জিততে পারল না ক্লাবটি।

১৩ দলের লিগে পয়েন্ট টেবিলের তলানিতে আরামবাগ। লিগে এখন পর্যন্ত সবচেয়ে করুণ অবস্থা তাদেরই। শেখ জামালের কাছে ২ গোলের লিড নিয়ে হারা সাইফ স্পোর্টিং এ ম্যাচে অবশ্য পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ৬ ম্যাচে সাইফ ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। 

জয়ে ফিরতে মরিয়া সাইফ ম্যাচের ৬ মিনিটেই লিড নেয়। রহমত মিয়ার লম্বা থ্রো থেকে হেডের মাধ্যমে বল জালে জড়ান সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ। তবে সাইফের এই লিড বেশিক্ষণ টেকেনি। দুই মিনিট পরই ম্যাচে সমতা আনে স্বাগতিকরা।
 
সাইফের গোলেরই যেন পুনরাবৃত্তি হলো। লম্বা থ্রো থেকে হেডের মাধ্যমে গোল করেন আরামবাগের মিডফিল্ডার উমর ফারুক।নিজেদের পঞ্চম ম্যাচে এসে অবশেষে গোলের দেখা পায় আরামবাগ। ২০ মিনিটে গোলের সুযোগ এসেছিল সাইফের সামনে। 

কিন্তু ফাহিমের ক্রস থেকে মারাজ হোসেনের হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৪৫ মিনিটে শাহেদ যে শট নেন তা চলে যায় গোলপোস্টের অনেক বাইরে দিয়ে। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। 

কুমিল্লার মতো দর্শক টানতে পারেনি মুন্সিগঞ্জ। মাঠে উপস্থিত প্রায় দুই হাজার দর্শক। বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে সুযোগ তৈরী হয়েছিল সাইফের। তবে ৫৯ মিনিটে আবারও এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ইয়াসিনের ক্রস থেকে মারাজের হেড আরামবাগের গোলরক্ষক রায়হান আহমেদ প্রতিহত করলেও শেষ রক্ষা করতে পারেনি। কেনেথের হেডে স্কোরলাইন ২-১ করে সাইফ। 

৬৫ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় সাইফের। কেনেথের ক্রসে দারুণ জায়গায় বল পেয়েছিলেন সাজ্জাদ হোসেন। কিন্তু একেবারের দুর্বল শট সাজ্জাদের। তবে এরপরই দুর্দান্ত এক গোল করেছেন সাজ্জাদ। ৬৮ মিনিটে মাঝমাঠ থেকেই একাই বল নিয়ে দুরন্ত গতিতে আরামবাগের জালে বল জড়ান সাইফের এই মিডফিল্ডার। 

এরপরই আবারও গোলের সুযোগ এসেছিল সাজ্জাদের। কিন্তু এ যাত্রায় সফল হতে পারেননি। ৭২ মিনিটে ফ্রি কিক থেকে ইয়াসিন যে শট নেন তা চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ম্যাচের ইনজুরি সময়ে আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্রিস্টোফার পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-২ করেন। 

এজেড